রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৩২ অপরাহ্ন

চিতলমারীতে সড়কের বেহাল দশা

একরামুল হক মুন্সী চিতলমারী (বাগেরহাট) :
  • আপডেট সময় শনিবার, ১৪ আগস্ট, ২০২১

বাগেরহাটের চিতলমারী থেকে শৈলদাহ সড়কের অনেক স্থানে গর্তের তৈরি হওয়ায় চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। দ্রুত সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসি। স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, উপজেলা সদর বাজার থেকে শৈলদাহ, পিরোজপুর, নাজিরপুরসহ আশপাশের এলাকায় যাতায়েতের জন্য একমাত্র গুরুত্বপূর্ণ সড়কটি বর্ষায় খানা-খন্দের সৃষ্টি হয়েছে। এতে সড়কে যাতায়েতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে লোকজনকে। প্রতিদিন অনেক ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এ অবস্থায় সড়কটি দ্রুত মেরামত করা না হলে চলাচলে অনুপযোগী হয়ে পড়বে। প্রতিদিন এ সড়ক দিয়ে কয়েক হাজার লোকের যাতায়েত রয়েছে। পাশাপাশি এলাকার সবজি চাষিরা তাদের উৎপাদিত সবজি ও কৃষিপণ্য নিয়ে এ সড়ক দিয়ে বিক্রির জন্য বাজারে নিয়ে আসেন। এ পরিস্থিতিতে সড়ক দিয়ে মালামাল আনা-নেওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। দ্রুত এটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা। এ ব্যাপারে বোয়ালিয় গ্রামের বাসিন্দা কিশোর বালা , কৌশিক বিশ্বাসসহ অনেকে জানান, প্রতিদিন এ সড়ক দিয়ে তারা ঝুঁকি নিয়ে চিতলমারী সদর বাজারে যাতায়েত করেন। সড়কের অনেক স্থানে বড় গর্ত তৈরি হওয়ায় কৃষি পণ্যসহ যাতায়েতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে সবজি মৌসুমে চাষিরা সব থেকে সমস্যায় পড়েছেন। ব্যবসায়ীরা গাড়ি নিয়ে ওই সড়কে ঢুকতে না পারায় সবজির ন্যায্য দাম পাচ্ছেন না চাষিরা। উপজেলা প্রকৌশলী মো. জাকারিয়া ইসলাম জানান, সড়কটি পাইলিংয়ের মাধ্যমে মেরামতের পরিকল্পনা চলছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com