সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর উদ্যোগে ১২শ ৫০ জন অসহায় গরীব ও দুস্থ্য পরিবারের মধ্যে বিভিন্ন শুকনো খাদ্যদ্রব্য বিতরণ করা হয়। গত শুক্রবার সমিতির আওতাধীন নরসিংদী সদরের (আংশিক) ও পলাশ উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী এ কর্মসূচী পালন করা হয়। এ সময় নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মো: সোহেল পারভেজ, সমিতি বোর্ড এর সভাপতি মো: ইব্রাহিম মিয়া ও সমিতির অন্তর্ভূক্ত জোনাল এবং সাব জোনাল কার্যালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিতরণকৃত খাদ্য দ্রব্যের মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি মশুরের ডাল, ১ কেজি লবণ ও ২ লিটার সয়াবিন তেল। সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো: সোহেল পারভেজ জানান, এ মহান নেতার রক্তঋণ শোধের ক্ষুদ্র প্রয়াসে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সারা বাংলাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির নিজস্ব অর্থায়নে প্রতিটি সমিতির পক্ষ থেকে ১২৫০ করে সর্বমোট ১ লাখ অসহায় পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে নরসিংদী পল্লী সমিতির-১ এর উদ্যোগে অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে এ কর্মসূচি পালন করা হয়।