শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম ::

জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত জাকের হোসাইন মাহমুদ:বিভিন্ন মহলের অভিনন্দন

দেলোয়ার হোসেন রশিদী সাতকানিয়া (চট্টগ্রাম) :
  • আপডেট সময় রবিবার, ১৫ আগস্ট, ২০২১

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ও রেঞ্জের দ্বিতীয় শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত হয়েছেন লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ। গত বৃহস্পতিবার জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা কল্যাণ সভায় পুলিশ সুপার এস এম রশিদুল হক জাকের হোসাইন মাহমুদকে সম্মাননা স্মারক পুরষ্কারে ভূষিত করেন। এ নিয়ে খবর-পত্রিকা সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে বিভিন্ন উচ্চমহলের প্রশংসা কুড়িয়েছেন তিনি। তাঁর এমন অর্জনে অভিনন্দন জানিয়েছেন সচেতনমহল। মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, পেশাদার অপরাধী ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার এবং আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় পুরস্কারে অভিন্ন মানদন্ডে স্থান পান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু। একই দিন একই কাজের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মুহাম্মদ আনোয়ার হোসেনের কাছ থেকে রেঞ্জের দ্বিতীয় শ্রেষ্ঠ হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করেন জাকের হোসেন মাহমুদ। জাকের হোসেন মাহমুদ লোহাগাড়া থানায় ২০১৯ সালের ১০ ডিসেম্বর ওসি হিসেবে যোগদান করেন। এর আগে তিনি পুলিশ পরিদর্শক (তদন্ত) হাটহাজারী থানা, ওসি ডিবি খাগড়াছড়ি থানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) চকরিয়া থানা, ওসি ডিবি কক্সবাজার, ওসি টুরিস্ট কক্সবাজার, সিআইডি ইনচার্জ কক্সবাজার, ওসি ফটিকছড়ি থানা এবং এসবিএন এ কর্মরত ছিলেন। জাকির হোসাইন মাহমুদ ১৯৯৭ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ২০১০ সালে ইন্সপেক্টর হিসেবে তিনি পদোন্নতি পান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com