শনিবার, ০৬ জুলাই ২০২৪, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
দাবা খেলতে খেলতেই মারা গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়া আসমা আব্বাসীর ইন্তেকাল রোহিঙ্গা সঙ্কট: আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ও সহায়তা কমছে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় হাতের টানে ঊঠে যাচ্ছে রাস্তার পিচ দেবিদ্বারে ঝূঁকিপূর্ণ সেতুতে চালক ও যাত্রীদের আতংকে পারাপার পাঁচবিবিতে বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়ন পত্র বিক্রি শুরু গাইবান্ধায় দিনমজুরের বাড়ীঘর ভাংচুর লুটপাট কোটা বাতিলের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কালীগঞ্জে মিন্টুর নিঃশর্ত মুক্তির দাবিতে উপজেলা আওয়ামী লীগের একাংশের মিছিল ফরিদপুরে টানা চতুর্থ দিনের মতো চলছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতি

সড়কের বেহাল দশার প্রতিবাদে ধানের চারা রোপণ

ওয়াসিম হোসেন ধামরাই (ঢাকা) :
  • আপডেট সময় সোমবার, ১৬ আগস্ট, ২০২১

ঢাকার ধামরাই উপজেলায় একটি আঞ্চলিক সড়কের বেহাল অবস্থা হাটা চলার অনুপোযোগী হওয়ায় দেখা যায় সেই সড়কে ধানের চারা রোপণ করছে এলাবাসি। ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের যাদবপুর এলাকার একটি আঞ্চলিক সড়কে এই ধানে চারা রোপণের ঘটনা ঘটে। সরজমিনে গিয়ে দেখা যায়,যাদবপুর,গুরুগ্রাম, কালিয়াকৈরসহ কয়েকটি গ্রামের মানুষ এই সড়ক দিয়েই চলাচল করেন। সড়কটিতে প্রায় সাড়া বছরই কাঁদা হইয়ে থাকে। যে কারণে সড়কটি দিয়ে ওই এলাকার কেউই চলাচল করতে পারে না। সড়কের সাথে যে বাড়ি গুলো আছে সেই বাড়ির উপর দিয়ে মানুষজন চলাচল করেন। একাধিকবার স্থানীয় চেয়ারম্যান মেম্বারদের বলেও সড়কটির উন্নতি হয়নি। এ সড়কটির এমন বেহাল দশা নজরে আনার জন্য ক্ষিপ্ত হয়ে শনিবার দুপুরে সড়কের কাঁদায় ধানের চারা রোপণ করেন স্থানীয়রা। স্থানীয় নাঈম মিয়া জানান, বাংলাদেশ একটি কৃষি বান্ধব দেশ তাই রাস্তা খারাপ হওয়ায় এলাকার কৃষকদের জমির ফসল আনতে অনেক কষ্ট সাধ্য হয়ে পরেছে। কয়েকটি এলাকার মানুষের এক মাত্র ভরসা এই রাস্তা। এই রাস্তা দিয়ে ধানতারা বাজার, দেওয়াইর বাজার, আড়াইগঞ্জ বাজার, বেনিপুর বাজার কালিয়াকুর বাজারে গিয়ে কাঁচামালামালসহ অনেক জিনিস বিক্রি করেন। রাস্তার এমন অবস্থায় চলাচল কস্টকর হওয়ায়। দুই দিন আগেও এই রাস্তা দিয়ে দুধ নিয়ে ধানতারা বাজারে যাওয়ার সময় তিন জনের দুধ বালতি থেকে পরে গেছে। ওই রাস্তায় নিয়মিত চলাচল করা মোশারফ জানান, প্রধানমন্ত্রী দেশের সব রাস্তাঘাট উন্নয়ন করছেন। কিন্তু আমাদের এই রাস্তাটি সারা বছরই কাঁদা হইয়ে থাকে। এই রাস্তা দিয়ে মোটরসাইকেল, ভ্যান, রিকসা, পাইভেটকারসহ কোন ধরণের যানবাহন চলাচল করা অসম্ভব হইয়ে দারিয়েছে। মানুষজন খুবই কষ্টে চলাচল করেন। মেম্বার প্রার্থী আলমগীর জানান, আমাদের যাদবপুর এলাকায় ঐতিহ্যবাহি কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে এখানে একটি হাইস্কুলে, যাদবপুর ইউনিয়ন পরিষদ, ধানতারা বাজার, গুমগ্রাম বাজারে আসার এক মাত্র ভরসা এই রাস্তা।আমি এলাবাসিকে কথা দিয়েছি আগামী নির্বাচনে মেম্বার প্রার্থী হয়ে জয়ী হতে পারি তা হলে এই রাস্তা কাজ আগে করে দিবো। ৫নং ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম জানান, এই রাস্তাটি আমার ওয়ার্ডে পড়েছে। রাস্তাটি বৃষ্টির কারনে অনেক খারাপ হয়েছে কিন্তু রাস্তায় ধানের চারা রোপণের বেপার আমি জানি না। যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী ইছাক বলেন, যাদবপুরের এই রাস্তাটি অনেক আগেই করা হয়েছে। কিন্তু এই রাস্তাটি রেকর্ডের আওতায় আসেনি। রাস্তাটিতে কাঁদা থাকলেও কাঁদার নিচে ইট আছে। আমি অতিদ্রুত এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নিবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com