শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন

গুয়ারেখা ইউনিয়নে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

নিয়াজ মোর্শেদ পিরোজপুর (স্বরূপকাঠি) :
  • আপডেট সময় সোমবার, ১৬ আগস্ট, ২০২১

বাঙালী জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা ভুলতে পারবেনা। সমগ্র জাতি শ্রদ্ধা ভরে স্বরণ করবে মহান নেতা জাতির গর্ব প্রয়াত শেখ মুজিবুর রহমানের। আর একথা গুলো বলেন শোক দিবসের আলোচনা ও মিলাদ মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথি ও বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ রব সিকদার। ৭নং গুয়ারেখা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আরও বলেন আমি সহ আমার ইউনিয়নের সাধারণ মানুষ অন্তরের অন্তস্তল থেকে স্বরন করে মহান নেতাকে। আমরা যারা মুক্তিযোদ্ধা তারা সকলেই অকপটে স্বীকার করেন আজও, “ শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ কখনোই স্বাধীন হতো না “। তাই বাংলাদেশের মানচিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে “। এদিকে পরিপাটি পরিবেশ ও স্বাস্থ্য বিধি মেনে চলে শাহাদাৎ বার্ষিকী পালন করেন স্বরূপকাঠি উপজেলার মধ্যে ৭নং গুয়ারেখা ইউনিয়ন পরিষদ।এসময়ে ইউনিয়নের ছাত্র লীগের শীর্ষ নেতৃবৃন্দ সহ যুবলীগের বহু নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ সহ জেলা তাতী লীগের সভাপতিও উপস্থিত ছিলেন স্ব-শরীরে। শোক দিবসের আলোচনায় অংশ নেন জেলা তাতী লীগের সভাপতি মোঃ আকতারুজ্জামান আকতার সহ বাবু সমীরণ মন্ডল ও বাবু তাপশ সিকদার প্রমুখ। ইউনিয়ন পর্যায়ে স্থানীয় রাজনীতির মাঠে মিলন মেলা ঘটিয়ে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করেন। ছাত্রলীগ, যুব লীগ ও আওয়ামী লীগের বহু শীর্ষ নেতাদের সমন্বয়ে ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ রব সিকদার চমৎকার অনুষ্ঠান পালনে দারুণ মুন্সিয়ানার ছাপ রাখে। অনুষ্ঠানে কোরান তেলাওয়াত করেন মাওলানা হাজী নেয়ামাত ও গীতা পাঠ করে বাবু তাপস সিকদার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com