শনিবার, ০৪ মে ২০২৪, ০৮:১৮ পূর্বাহ্ন

টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে মাহমুদউল্লাহর ভাবনা

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৮ আগস্ট, ২০২১

টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অর্জনের খাতা এখনো শূন্য। ভালো কিছু আসেনি। গত দুই আসরে প্রথম রাউন্ড ভালোমতো পার হলেও চূড়ান্ত পর্বে বাংলাদেশের পারফরম্যান্স ছিল ধুসর। দরজায় কড়া নাড়ছে আরেকটি টি টোয়েন্টি বিশ্বকাপ। এবারো থাকছে প্রথম রাউন্ডের বৈতরণী। অক্টোবরে ওমান-আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ। মঙ্গলবার বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। সেখানে অংশগ্রহণকারী সব দলের অধিনায়কদের ভাবনাও প্রকাশ পেয়েছে। বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এবার পাখির চোখ করে আছেন ভালো কিছু করতে। বাংলাদেশের শক্তির জায়গা অলরাউন্ডাররা। পাশাপাশি ভালো বোলিং বিভাগ। আইসিসির বিজ্ঞপ্তিতে মাহমুদউল্লাহ বলেছেন, ‘আমাদের শক্তির জায়গা দলের অলরাউন্ডাররা এবং বোলিং বিভাগ। পাশাপাশি আমাদের ব্যাটিংও ভালো এবং দলের ব্যালান্স দারুণ। পাঁচ-ছয়জন অলরাউন্ডার আছে আমাদের, যারা ব্যাট-বল দুটিতেই অবদান রাখতে পারে।’ স্পিনে বাংলাদেশ বরাবরই ভালো। বর্তমানে পেসাররাও অসাধারণ করছে। যা মাহমুদউল্লাহাকে আশাবাদি করছে, ‘এই মুহূর্তে আমাদের ফাস্ট বোলাররা অবিশ্বাস্য পারফর্ম করছে। স্পিন তো বরাবরই আমাদের শক্তি। তারা যদি কয়েকটি ম্যাচে নিজেদের মেলে ধরতে পারে, আশা করি আমরা ভালো কিছু ফল পাব।’ দলে অভিজ্ঞতার সাথে তারুণ্যের সমন্বয় চোখে পড়ার মতো। মাহমুদউল্লাহ বলেন, ‘সাকিব এক নম্বর অলরাউন্ডার এবং আমাদের দলের সবচেয়ে মূল্যবান সম্পদ। মুশফিকুর রহিম ও মোস্তাফিজুর রহমানও দলের জন্য গুরুত্বপূর্ণ। আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসানের মতো অন্যরাও নিজের জন্য ও দলের জন্য ভালো করতে মুখিয়ে আছে এবং এই তরুণরা নজর কাড়ার মতো।’ বিশ্বকাপে প্রথম রাউন্ডে দুই গ্রুপের মধ্যে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউ গিনি। ‘এ’গ্রুপে আছে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও নামিবিয়া। আগামী ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ। প্রথম রাউন্ডে এই গ্রুপের সব ম্যাচ ওমানে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com