শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম ::

কালীগঞ্জে ‘উন্নয়ন ফোরাম’ এর উদ্যোগে পরিচালিত হচ্ছে নানা উন্নয়নমূলক কাজ

হুমায়ুন কবির (কালীগঞ্জ) ঝিনাইদহ :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

ঝিনাইদহের কালীগঞ্জে উন্নয়ন ফোরাম এর চেতনা নব দিগন্তের সুচনা স্লোগান নিয়ে উন্নয়ন ফোরাম” নামে একটি অরাজনৈতিক সেস্বাসেবী সংগঠন কোলা ইউনিয়ন ও তার আশপাশের এলাকাগুলোতে কাজ করে যাচ্ছে ২০১৬ সাল থেকে। উন্নয়ন ফোরাম এর ছাত্র কল্যান সংস্থা,ব্যাড ব্যাংক ও আঞ্চলিক সংগঠন নামে তিনটি অঙ্গ সংগঠন রয়েছে। সব মিলিয়ে ৫০০জনের অধিক সদস্যদের মাসিক চাদা ও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সমাজের উন্নয়ন এ কাজ করে চলেছে সংস্থাটি। উন্নয়ন ফোরাম ছাত্রকল্যান সংস্থা ২০১৬ সাল থেকেই দরিদ্র অসহায় মেধাবী শিক্ষার্থীদের নানাভাবে সহযোগিতা করে আসছে। কোলা ইউনিয়ন, মালিয়াট ইউনিয়ন, জামাল ইউনিয়ন এবং নিয়ামত ইউনিয়ন এর ৪০ জনের অধিক মেধাবী শিক্ষার্থীর লেখাপড়ার দায়িত্ব নিয়েছে উন্নয়ন ফোরাম। মহামারি করোনা ভাইরাসের সময় অসহায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করে সংগঠনটি। “দিব রক্ত বাচাবো জীবন “- এই স্লোগান নিয়েই এগিয়ে যাচ্ছে উন্নয়ন ফোরাম ব্লাড ব্যাংক। উন্নয়ন ফোরাম ব্লাড ব্যাংক এ পর্যন্ত ১৫০০ লোকের অধিক মানুষকে রক্ত দিয়ে সহযোগিতা করেছে।করনা মহামারীর সময়ে গ্রামের সাধারণ জনগণকে সচেতন করতে সংগঠনটি নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে। সংগঠনের সদস্যরা সরকার প্রদত্ত করোনার টিকা গ্রহণে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করে। পাশাপাশি টিকা গ্রহণের জন্য ফ্রি রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা করে টিকা গ্রহণে মানুষকে সহযোগিতা করছে। এছাড়াও উন্নয়ন ফোরাম আঞ্চলিক সংগঠন বিভিন্ন অঞ্চলে অসহায় দরিদ্র মানুষেদের নানাভাবে সহযোগিতা প্রদান করছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা জিল্লুর রহমান জানান, আমার সপ্ন ছিল একটা সেস্বাসেবী সংগঠন তৈরি করে অসহায় মানুষকে সাহায্য করবো।সে লক্ষ্যেই উন্নয়ন ফোরাম নামের সংগঠনটি সকলের সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠা করি। সংগঠনটি ৫ বছর যাবত সফলভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এই সংগঠনের মাধ্যমে সমাজের উন্নয়নে আসে এ ধরনের কাজ করে যেতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com