বাংলাদেশের ইতিহাসে ভয়াবহতম ২১ আগস্ট গ্রেনেড হামলার ১৭তম বার্ষিকী উপলক্ষে শেরপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে জেলা শহরের থানার মোড় থেকে নিউমার্কেট মোড় পর্যন্ত ২১ আগস্ট শনিবার এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শেরপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপির সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগ সহ-প্রচার সম্পাদক মোঃ বেলাল হোসেনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। মানববন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে হুইপ আতিক বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে নারকীয় হত্যাকান্ড ও সন্ত্রাসী হামলা চালানো হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্ব-পরিবারে হত্যা এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা একই সূত্রে গাঁথা। তৎকালীন বিরোধী দলের নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বর্বরোচিত হামলায় আহত হন। এছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রিয় মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী নিহত হন। সেইসাথে আহত হন অনেক নেতাকর্মী। দেশের জঘন্যতম এ গ্রেনেড হামলার সাথে জড়িতদের অবিলম্বে শাস্তি দাবী করেন। মানববন্ধন কর্মসূচিতে শেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ফখরুল মজিদ খোকন, সহ-সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত দে ভানু, নাছিমুল হক নাজিম, সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম সেলু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ এম.এ বারেক তোতা, দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাসরিন বেগম ফাতেমা, শহর আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আবুল কাশেম, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা আওয়ামী লীগ সদস্য অধ্যক্ষ গোলাম হাসান সূজন, হুইপ কন্যা সাদিয়া রহমান অপি, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির উদ্দিন আহম্মেদ, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।