দিনাজপুরের ঘোড়াঘাটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টের মাধ্যমে ১ দিনের ব্যবধানে এমপি শিবলী সাদিকের পক্ষ থেকে ঘর উপহার পেলেন স্বামী হারা অসহায় শামসুন্নাহার। বাবার জায়গায় ছোট্ট একটা বাড়িতে মানবিক জীবন যাপন করতেন। বৃষ্টির পানিতে চারদিকে মাটির দেওয়াল ভেঙে পরে যায়। এক সন্তান কে নিয়ে তিনি কখনো মানুষের বাসায় কখনও রাজ মিস্ত্রিরি কাজে সাহায্য করে জীবীকা নির্বাহ করেন। ঘোড়াঘাট পৌরসভার ৫নং ওর্য়াডের কাদিমনগর গ্রামের মোছা: শামসুন্নাহার বেগম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পোস্টে দেখে ২ ঘন্টার মধ্যে তার প্রতিনিধি পাঠিয়ে তৎক্ষণাৎ ১ দিনের ব্যবধানে ঘর তৈরি করে উপহার দেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ী সদস্য ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি। শামসুন্নাহার বসবাসের ব্যবস্থা নিশ্চিত করে, শিবলী সাদিক এমপির পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করেন, এই সময় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ইউনুস আলী মন্ডল ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম,ফারুক মিয়া। শামসুন্নাহার বলেন, আল্লাহ এমপির ভালো করুক, আমার মত অসহায় কে সে এত দ্রুত ঘর উপহার দিলেন, আমি এখন আমার সন্তান কে নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারবো।