সোমবার, ০১ জুলাই ২০২৪, ০৩:৪২ অপরাহ্ন

গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে নৌপরিবহন প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ২২ আগস্ট, ২০২১

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। রোববার দুপুর ১২টায় তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় দোয়া, মোনাযাত করেন তিনি। এসময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, মোংলা বন্দর কতৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, ক্যাপন্টেন এম আব্দুল ওয়াদুদ তরফদার, বন্দর কতৃপক্ষের পরিচালক (প্রশাসন) মোঃ শাহীনুর আলম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ বাবুলসহ নৌপরিবহন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী টুঙ্গিপাড়ার নাসেরিয়া ফাজিল মাদ্রাসা ও এতিমখানার এতিমদের মধ্যে খাবার বিতরণ করেন। জোহরবাদ সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে যোগ দেন দোয়া মাহফিলে। বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মোলাং বন্দর কর্তৃপক্ষ এসকল আয়োজন করে। বিকেল ৩ টায় শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ আয়োজিত, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ, ক্রীড়া এবং ব্যবহার্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মন্ত্রী। সেখানে তিনি ২৯১ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণসহ উপহার সামগ্রী তুলে দেন। শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের মহাসচিব কে এম শহিদ উল্যার সভাতিত্বে বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন, পরিষদের উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা, পুলিশ সুপার আয়শা সিদ্দিকা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর আ’লীগ সভাপতি সাইফুল ইসলাম প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com