শনিবার, ২৯ জুন ২০২৪, ১২:২৭ অপরাহ্ন

ওয়ার্ল্ড ভিশন উদ্যোগে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ

মাহফিজুল ইসলাম রিপন দিনাজপুর :
  • আপডেট সময় রবিবার, ২২ আগস্ট, ২০২১

দিনাজপুরের নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ বলেছেন, করোনার পাশাপাশি ডেঙ্গু’র প্রকোপ দেখা দিয়েছে। যার ফলে শিশুদের স্বাস্থ্য সুরক্ষার জন্য ওয়ার্ল্ড ভিশন শিশুদের মাঝে মশারী প্রদান করছে। শিশুদের স্কুলগামী করার জন্য ওয়ার্ল্ড ভিশন শিক্ষা প্রকল্পের মাধ্যমে দিনাজপুর সদর উপজেলার ৪টি ইউনিয়ন আউলিয়াপুর, শেখপুরা, চেহেলগাজী ও দিনাজপুর পৌরসভার শিকড় ৩ থেকে ৫ বছরের ৫০০ জন শিশু ও আনলক লিটারেসি তৃতীয় শ্রেণি হতে পঞ্চম শ্রেণির ১২৫ জন মোট ৬২৫ জন শিশুকে স্কুলগামী করার যে পদক্ষেপ গ্রহণ করেছে তা সত্যিই প্রশংসনিয়। প্রতিটি শিশুর নিবন্ধন নিশ্চিত করতে হবে। আমরা জানি মা সচেতন হলে সন্তানও সচেতন হবে। তাদেরকে উন্নত নাগরিক হিসেবে গড়ে তুলেতে মায়েদে যথেষ্ট ভূমিকা রয়েছে। ২২ আগস্ট রোববার উপজেলা পরিষদ হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এরিয়া আয়োজিত শিখন শিকড় ও আনলক লিটারেসী কেন্দ্রের শিশুদের মাঝে বিনামূল্যে মশারী বিতরণ-২০২১ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। এপিসি ম্যানেজার দিনাজপুর এপিসি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ অরবিন্দ সিলভেস্টার গমেজ এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি রেশমা বেগম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার যোহন মুর্মু। শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মতুর্জা আল মুঈদ শিশুদের হাতে মশারী তুলে দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com