চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ মাসুদুর রহমানের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত রোগী দেখেন ডাঃ মোঃ মিজানুর রহমান। দক্ষিণ রাঢ়ীকান্দি মাদ্রাসা মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। আয়োজক মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ মাসুদুর রহমান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন সেবক ছিলেন। তিনি মানুষকে সেবাদান নিয়ে বেশি চিন্তা করতেন। এমন একজন নেতাকে হারিয়ে আমরা আবেগাপ্লুত। আজকের এই দিনে জাতির পিতাসহ তার পরিবারের সকল শহীদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তিনি বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হয়ে মানুষের চিন্তা করে এই চক্ষু শিবিরের ব্যবস্থা করেছি। এলাকার সেবা পেলেই আমি ধন্য। সহযোগী করার জন্য সবাইকে ধন্যবাদ। চক্ষু শিবিরে উপস্থিত ছিলেন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহমদ, সমাজসেবক আঃ ছাত্তার সরকার, ৫নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা ছাত্রলীগ নেতা আরিফ হোসেন, ৫নং ওয়ার্ড ছাত্রলীগ ইমরান হোসেন প্রমুখ।