বুধবার, ২৬ জুন ২০২৪, ০৫:৪৫ অপরাহ্ন

বুড়িমারী স্থলবন্দরকে গতিশীল করার লক্ষ্যে আমদানি- রপ্তানিকারক গ্রুপের সভা

আমিনুর রহমান বাবুল পাটগ্রাম (লালমনিরহাট) :
  • আপডেট সময় সোমবার, ২৩ আগস্ট, ২০২১

লালমনিরহাটের পাটগ্রামে বুড়িমারী স্থলবন্দরকে আরও গতিশিল, উন্নয়ন এবং আমদানীরপ্তানী বৃদ্ধি কল্পে গত রোববার দুপরে বুড়িমারী সফিয়ার রহমান রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে বুড়িমারী আমদানি- রপ্তানিকারক গ্রুপের এক সাধারণ সভা ও একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি রুহুল আমীন বাবুল। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন-বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ নেওয়াজ নিশাত, ব্যবসায়ী হুমায়ুন কবির সওদাগর, তাহাজুল ইসলাম বাবুল প্রমুখ। সভায় বক্তারা বলেন এখানে আমাদের পরিচয় আমরা ব্যবসায়ী এখানে কোন রাজনীতি চলবেনা। এই বন্দরটিকে আরও কিভাবে গতিশীল করা যায় কি করলে আমদানীরপ্তানীকারকরা এই বন্দর দিয়ে ব্যবসা করার জন্য উৎসাহ পাবে সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। সারাদেশের আমদানী রপ্তানীকারকদের এই বন্দর দিয়ে ব্যবসা করার জন্য উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে এই কমিটি কাজ করবে। এছাড়াও বন্দরটিকে আরও গতিশীল করার জন্য বানিজ্য মন্ত্রনালয় সহ সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ রাখবে। সভায় বক্তারা এনবিআর কতৃক নির্ধারিত ভ্যাট আদায়েও গুরুত্ব দেন আলোচকরা। শেষে বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের ৩১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরি কমিটির তালিকা প্রকাশ করেন নির্বাচিত সভাপতি রুহুল আমিন বাবুল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com