আর্তমানবতার সেবাই নিয়োজিত বে-সরকারী উন্নয়ন সংস্থা “হীড বাংলাদেশ” দেশের ক্লান্তিময় ও আতংকিত সময়ে সরকারের পাশাপাশি সাধারন জনগনকে নভেল করোনা ভাইরাস থেকে মুক্তির প্রত্যাশায় জেলা প্রসাশক, পুলিশ সুপার, সিভিল সার্জন, পৌর মেয়র, উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা ও উপজেলা প্রেসক্লাব, ইউপি পরিষদ সহ বিভিন্ন ধর্মীয় উপসানালয়ে (মসজিদ, মন্দির, মিশন) প্রচার-প্রচারনায় সচেতনতামুলক লিফলেট, থার্মাল স্ক্যানার, মাস্ক, হ্যান্ড-স্যানিটাইজার,অক্সিজেন কনসেনটেটর মেশিন প্রদান সহ অনলাইনে কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন করে সহযোগিতার হাত বাড়িয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সিলেট-০২ এরিয়ার এলাকা ব্যবস্থাপক জনাব নুরুর রহমান ভাটেরা, কুলাউড়া, ফেঞ্চুগঞ্জ, মুন্সিবাজার, পাঁচগাও সহ রাজনগরের সকল ষ্টাফ সহ সদস্য এবং বিভিন্ন অফিস আদালতে সংস্থার মানবিক নির্বাহী পরিচালকের মহৎ উদ্দ্যোগের করোনা সুরক্ষা সামগ্রী প্রদান করেন।