বগুড়া ক্রিকেটাঙ্গনের উন্নয়নের লক্ষ্যে বহুল প্রত্যাশিত “বগুড়া ক্রিকেটার্স এসোসিয়েশন” সংক্ষেপে বিসিএ গঠন করা হয়েছে। স্থানীয় একটি চাইনীজ রেস্টুরেন্টে বগুড়ার সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সমন্বয়ে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় উক্ত কমিটির নাম ঘোষনা করা হয়। বগুড়ার বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলামকে সভাপতি করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটির নাম ঘোষনা করেন কমিটির সিনি সহ সভাপতি ও বগুড়া শহিদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল। অন্যান্য সদস্যরা হলেন সিনি সহ সভাপতি এ্যাড নরেশ মূখার্জী, ডা: সামির হোসেন মিশু, সহ সভাপতি সিপার আল বখতিয়ার, এ্যাডঃ আশেকুর রহমান সুজন, নূরে আলম সিদ্দিক পল্লব, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাহবুব উদ্দিন প্যাটেল ও অর্থ সম্পাদক জেড.বি গ্রুপের চেয়ারম্যান আলহাজ¦ মোস্তফা মাহমুদ শাওন। কার্যনির্বাহী সদসস্যের তালিকায় প্রথমেই রাখা হয়েছে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বগুড়ার কৃতি ক্রিকেটার মুশফিকুর রহিম মিতু। এই তালিকায় আরও রয়েছে জাতীয় দলের ক্রিকেটার সফিউল ইসলাম সুহাস,বিশ্বকাপ জয়ী অনূর্ধ ১৯ দলের সদস্য তৌহিদ হৃদয় ও তানজিদ হাসান তামিম, জাতীয় প্রমিলা ক্রিকেট দলের বগুড়ার ৩ কৃতি মুখ রিতুমনি, খাদিজাতুল কোবরা ও শারমিন সুলতানা এবং বাংলাদেশ শারিরিক প্রতিবন্ধী ক্রিকেট দলের গর্বিত সদস্য আমিন উদ্দিন, মামুনুর রশিদ ও মনিরুজ্জামান। অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে এসোসিয়েশনের সভাপতি মো: শহিদুল ইসলাম সকলের সহযোগিতায় সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, বগুড়ায় জাতীয় মানের একটি ক্রিকেট একাডেমি গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। অনুষ্ঠান শেষে বগুড়ার প্রয়াত ক্রিকেটার এবং ক্রিকেটারদের নিকটাত্মীয়ের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।