বুধবার, ২৬ জুন ২০২৪, ০৫:২৪ অপরাহ্ন

গোল্ডেন এওয়ার্ড ২০২১ পেলেন দেবিদ্বারের কৃতি সন্তান তাজুল ইসলাম ভূইয়া

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২৮ আগস্ট, ২০২১

কুমিল্লা’র দেবিদ্বারে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম “গোল্ডেন এওয়ার্ড ২০২১” অর্জন করেন তুলাগাঁও ডাঃ মহব্বত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম ভূইয়া। গত ২৩ আগষ্ট বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর আয়োজনে সেগুন বাগিচা কচি-কাঁচার মেলা মিলনায়তনে তাকে এই সম্মাননা এওয়ার্ড প্রদান করা হয়। জানাযায়, ওই প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম ভূইয়া কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বড়কান্দা গ্রামে পহেলা জুন ১৯৬৭ সালে ভূঁইয়া পরিবারে জন্মগ্রহণ করেন। পরিবারের ৬ ভাই-বোনের মধ্যে তিনি ২য়। বাবা মরহুম আবিদ আলী ভূঁইয়া, পেশায় একজন আদর্শ কৃষক ছিলেন। মাতা মোসাঃ আয়শা আক্তার, পেশায় আদর্শ গৃহিণী। সে ১৯৮২ সালে খলিলপুর উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করে উত্তীর্ণ হন। পর্যায়ক্রমে এইচ.এস.সি ও বি.এ পাশ করেন। কর্মজীবনে প্রবেশের পর বি.এড এবং এম.এড ডিগ্রি অর্জন করেন। ১৯৯০ সালে হরিণধরা উচ্চ বিদ্যালয়, বুড়িচং কুমিল্লাতে প্রথম শিক্ষকতা পেশায় প্রবেশ করেন। কোমলমতি শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা-ই ছিলো তার একমাত্র ব্রত। দীর্ঘ ৬বছর যাবৎ সুনামের সহিত উক্ত বিদ্যালয়ে শিক্ষকতা করেন। নাড়ির টানে ১৯৯৬ সালে নিজ এলাকায় অবস্থিত খলিলপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। উক্ত বিদ্যালয়ে সু-দীর্ঘ ১৮ বছর সফলতার সাথে শিক্ষকতার পর বিগত ২০১৪ সালে প্রধান শিক্ষক হিসেবে তুলাগাঁও ডাঃ মহব্বত আলী উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। ২০১৫ সালে অনুষ্ঠিতব্য এস.এস.সি পরীক্ষায় উক্ত বিদ্যালয়ের ফলাফল শতভাগ উন্নিত করে প্রধান শিক্ষক পদে শিক্ষকতার সফলতা অর্জন করেন। তাছাড়া উক্ত বিদ্যালয়ের জে.এস.সি পরীক্ষায় এ+ সহ ভালো ফলাফলের ক্ষেত্রে সন্তোষজনক অবদান রেখেছেন। এদিকে তিনি শিক্ষকতার পাশা পাশি- বড়কান্দা আইডিয়াল ইন্টাঃন্যাশনাল স্কুল এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে সুনামের সাথে পরিচালনা করে আসছেন। দীর্ঘদিন ধরে হেতিমপুর কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। খলিলপুরে অবস্থিত হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় উপদেষ্টা ম-লীর অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এবং এলাকার হত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন ভাবে সহায়তা করে থাকেন। সর্বোপরি তিনি একজন আলোকিত মানুষ হিসেবে এলাকায় পরিচিতি রয়েছে। এ ব্যাপারে মোঃ তাজুল ইসলাম ভূঁইয়া বলেন, এ অর্জন আমি একার নয় পুরো দেবিদ্বারবাসীর। অতিতেও শিক্ষার মান উন্নয়নে কাজ করেছি, বর্তমান ও ভবিষ্যতে শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাব ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, দেশের শিক্ষার মান উন্নয়নে কার্যকরী ও স্বচ্ছ ভুমিকা অপরিসীম থাকবে। এমন “ন্যাশনাল এওয়ার্ড” অর্জনে দেবিদ্বারের তথা সোনার বাংলায় শিক্ষার মান বৃদ্ধি ও উন্নত করার চেষ্টা করব। আমি সকলের নিকট দোয়া কামনা করছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com