গাইবান্ধার পলাশবাড়ী উপজেলোর কিশোরগাড়ী ইউনিয়নের কাশিয়বাড়ী বাজার হতে ঋষিঘাট পর্যন্ত জনগুরুত্বপূর্ণ কাঁচা রাস্তাটির করুণ অবস্থা। অবস্থাদৃষ্টে মনে হয় দেখেও যেন দেখার কেউ নেই? জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি দিয়ে ঋষিঘাট হয়ে রানীগঞ্জ বাজার, হিলি স্থলবন্দর ও দিনাজপুর জেলা সদর যাতায়াতের একমাত্র ভরসা। বিশেষ করে কাশিয়াবাড়ী হাইস্কুল এন্ড কলেজের গেটের সামন হতে ঋষিঘাট পর্যন্ত মাত্র দেড় কিলোমিটার রাস্তা বর্ষাকালে বৃষ্টি কাদার পানি জমে রাস্তাটি খানাখন্দে গর্ত হয়ে যানবাহন সহ সাধারণ জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এমনকি পথচারী ও স্কুল কলেজের শিক্ষার্থীদের যাতায়াতসহ চরম দুর্ভোগে পড়তে হয়। চকবালা মাদ্রাসা, কাশিয়াবাড়ী হাইস্কুল এন্ড কলেজ, বালিকা বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, বর্ষাকালে জামা-কাপড়ে কাদা ও ময়লাযুক্ত পানি লেগে পরিবেশ নষ্ট হয়ে যায়। তাছাড়াও হাটুরে পথচারীদের চরম দুুর্ভোগের মধ্যে এই রাস্তা দিয়ে চলাচল করতে হয়। কাশিয়াবাড়ী বাজার হতে চকবালা মাদ্রাসা হয়ে ঋষিঘাট পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা পাকাকরণ হলেই জনদুর্ভোগ লাঘব হবে বলে এলাকাবাসী জানান। ইতিমধ্যে প্রয়াত এমপি ড. টি.আই.এম ফজলে রাব্বী চৌধুরী, ডাঃ ইউনুছ আলী সরকার এবং বর্তমান এমপি এ্যাডঃ উম্মে কুলছুম স্মৃতি কয়েকবার রাস্তাটি পরিদর্শন করে পাকা করণের আশ^াস দিলেও রাস্তাটি আজ অবধি পাকা করণে বা উন্নয়েেনর কাজ হয়নি বলে এলাকার বিশিষ্ট সমাজসেবক নুরুজ্জামান প্রধান, আলিম উদ্দিন প্রধান, আঃ মমিন প্রামানিক, সাজু প্রামানিক, কাশিয়াবাড়ী হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহাবুবর রহমান, চকবালা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশাদুল ইসলাম, সাংবাদিকদের জানান। তাই এলাকাবাসী অবিলম্বে রাস্তাটি পাকা করণের জন্য মাননীয় সংসদ সদস্য সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।