দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ- উপলক্ষ্যে প্রচার-প্রচারনা ও মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঘোড়াঘাট উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে উপজেলার বিভিন্ন জায়গায় প্রচার-প্রচারনা শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন, ঘোড়াঘাট উপজেলা নিবার্হী কর্মকর্তা রাফিউল আলম।এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার আব্দুল হান্নান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রশিনা সরেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য খামারী, মৎস্যজীবি ও মৎস্যব্যবসায়ী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বিন্দু।এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, উপজেলার মোট ৭টি পুকুরে ২৬৩.৬৩ কেজি পোনা অবমুক্তকরণ করা হবে এবং উপজেলা বিভিন্ন জায়গায় মাইক দিয়ে প্রচার-প্রচারনা করা হচ্ছে।