দক্ষিণ চট্টগ্রাম বন বিভাগের লোহাগাড়ায় চুনতি রেঞ্জের আওতায় সাতগড় বনবিটের নলবনিয়া হাতিবান্ধা এলাকায় সৃজিত সামাজিক বনায়নের প্রায় দেড় একর জায়গায় অবৈধ দখলদারকে উচ্ছেদ করেছে বনবিভাগ। শুক্রবার দিনব্যাপি চুনতি রেঞ্জ কর্মকর্তা শাহীনুর রহমান ও সাতগড় বিট অফিসারের নেতৃত্বে সামাজিক বনায়নের সুবিধাভোগী সদস্যদেরকে নিয়ে যৌথভাবে এ অবৈধ দখল উচ্ছেদ করা হয়। জানা যায়, ২০০৫-০৬ সালে প্রথম ও ২০১৯-২০ অর্থবছরে ২য় আবর্তে প্রায় দেড় একর জায়গায় সামাজিক বনায়ন সৃজন করা হয়। এ বনায়নে স্থানীয় অসাধু ব্যক্তিরা অবৈধভাবে প্রবেশ পথে গেট ও ঘেরা-বেড়া দিয়ে দখল করে রাখে। তারা সামাজিক বনায়নে রোপিত কিছু গাছও কেটে ফেলে এবং বিভিন্ন প্রজাতির ফলজ চারা রোপণ করেন। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে ২টি মামলাও হয়েছিল এবং তাদেরকে জেল হাজতেও পাঠানো হয়েছে। রেঞ্জ কর্মকর্তা শাহীনুর রহমান জানান, প্রায় ১৫ বছর যাবৎ স্থানীয় জনৈক সৈয়দ মোক্তার আহমদ প্রকাশ লেদু মেম্বার ও তার ছেলে ফারুক সামাজিক বনায়নের উপকার ভোগীদের জায়গা অবৈধভাবে দখল করে হুমকি-ধমকি প্রদান করে। তিনি জানান, শুক্রবার সকালে সামাজিক বনায়নের উপকারভোগীদের সাথে নিয়ে বনবিভাগের একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জান মোহাম্মদ সিকদার, সহ-সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, চুনতি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহ আলম পল্টু সহ আরও অনেকে। পর্যায়ক্রমে রেঞ্জের আওতাধীন বনবিভাগের জায়গা অবৈধভাবে দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান রেঞ্জার মো. শাহীনুর রহমান।