যশোরের কেশবপুরের গৌরীঘোনা ইউনিয়নের ভেরচী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার দিনব্যাপী বেসরকারী উন্নয়ন সংস্থা পরিত্রাণ এর উদ্যোগে করোনা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে প্রচারাভিযান ও ফ্রি নিবন্ধন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পরিত্রাণের মনিটরিং অফিসার তাপস মন্ডলের সভাপতিত্বে দাতা সংস্থা ইউকেএইড ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভেরচী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেশ চন্দ্র পাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিত্রাণ প্রদীপ প্রকল্পের প্রজেক্ট অফিসার শরীফ আহমেদ, ফিল্ড ফ্যাসিলিটেটর তন্দ্রা দত্ত, স্বেচ্ছাসেবক সুমন দাস, রীনা দাস, বাধন দাস, পলাশ দাস, তনিমা দাস, হৃদয় দাস ও উত্তম দাস। অনুষ্ঠানে শত-শত নারী পুরুষের নাম আনলাইনে নিবন্ধন করা হয় এবং সঙ্গে সঙ্গে তাদের মধ্যে নিবন্ধন কার্ড বিতরণ করা হয়।