শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সাবেক ভূমিমন্ত্রীর রিট আরেক হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিককে গ্রেফতার দেখানো হয়েছে মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান উৎপাদনে ফিরলো কর্ণফুলী পেপার মিল ২০৫০ সালের মধ্যে ৪ কোটি মানুষের মৃত্যু হবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণে দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, দলবল নিয়ে ঘুরছেন পার্কে পিআইবির নতুন ডিজি ফারুক ওয়াসিফ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আবদুল্লাহ ষড়যন্ত্রের ফাঁদে পোশাক শিল্প আইন আপনার হাতে তুলে নেয়ার কারো কোনো অধিকার নেই :স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীকে ক্ষমতা দেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

লোহাগাড়ায় বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় শোক সভা

আতাউর রহমান মাসুদ (লোহাগাড়া) চট্টগ্রাম :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে বিশাল আলোচনা সভায়, বিদেশে অবস্থানরত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের ফিরিয়ে এনে দন্ড কার্যকর করার জোর দাবী জানানো হয়েছে। ৩০ আগষ্ট সোমবার উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহামেদ এমপি। সভায় বিশেষ অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম ও চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য, অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নদভী এমপি। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী শোক দিবসের আলোচনা সভার সভাপতিত্ব করেন। বক্তারা বলেন, পাকিস্তান সরকার এদেশের মানুষের সাথে বৈষম্যমূলক আচারণ করেছে। বাঙ্গালি জাতিকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রেখেছিল। তাদের এ আচারণের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙ্গালির মুক্তির ৬ দফা দিয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে বঙ্গবন্ধু এদেশের মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করেছিলেন। আওয়ামীলীগ এদেশের মানুষের স্বীকৃতি পেয়েছে। ১৯৭০ এর নির্বাচনে নৌকায় ভোট দিয়েছে। উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, একে অপরের বিরুদ্ধাচারণ করলে দল ও জাতির ক্ষতি হবে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন আগামী নির্বাচনে সকলকে সঙ্গবদ্ধভাবে কাজ করতে হবে। নৌকার বিজয় অব্যহত রাখতে হবে। ঐক্যই হচ্ছে আওয়ামীলীগের শক্তি। দল ও দলীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ আওয়ামীলীগ নেতাকর্মীদেরকে যথাযথভাবে পালন করতে হবে। লোহাগাড়া সাতকানিয়া ব্যাপক উন্নতি হয়েছে ও হচ্ছে, উল্লেখ করে বক্তারা আরো বলেন অতিথে অন্য কোন সরকারের আমলে এভাবে উন্নয়ন হয়নি। লোহাগাড়া-সাতকানিয়া রাজনীতিকে আরো উর্বর করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে এদেশের উন্নয়ন অনেক আগেই উচ্চ পর্যায়ে পৌঁছতো। বঙ্গবন্ধুর নীতি আদর্শে শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন। চট্টগ্রাম-এ ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামকে ভালোবাসেন। আগষ্ট হচ্ছে শোকের মাস। জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এ মাসে স্ব-পরিবারে আমরা হারিয়েছি। জাতির পিতাকে হারানোর শোক বুকে নিয়ে ঐক্যবদ্ধ হতে লোহাগাড়ায় এসেছি। প্রতিদন্ধিতার জন্য এখানে আসা হয়নি। ১৫ আগষ্ট সবচেয়ে নির্মম হত্যাকান্ড বলে উল্লেখ করে তিনি আরো বলেন, জাতিরপিতা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছিল। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের চরিত্র হনন করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধু অভিন্নসত্তা উল্লেখ করে বক্তারা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলকে কাজ করতে হবে। থাকতে হবে মিলেমিশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেতৃত্বাধীন সরকার। সরকারের বিরুদ্ধে বার বার ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্র চলছে। বিদেশী মানবাধিকার সংগঠন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি প্রশ্ন রেখে বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ও ২০০৪ সালের ২১ আগষ্ট ষড়যন্ত্রকারীরা যে ঘটনা ঘটিয়েছে, তখন মানবাধিকার নামের সংগঠনের সেসব লোকগুলো তখন কোথায় ছিলেন। জিয়াউর রহমান সরকারের আমলে এদেশের মানুষের কোন অধিকার ছিল না। আওয়ামীলীগ নেতাকর্মীদের নির্যাতন করা হয়েছে। তখন কিন্তু মনবাধিকার নেতারা কোন কথা বলেননি। সকল ষড়যন্ত্র প্রতিহত করতে আওয়ামীলীগের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যতায় দল ও দেশের ব্যাপক ক্ষতি হবে। জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন বর্তমান বিশ্বে রোল মডেল। লোহাগাড়া-সাতকানিয়ায় উল্লেখযোগ্য কোন ক্ষোভ-বিক্ষোভ আওয়ামীলীগ নেতাকর্মীদের মধ্যে ছিল না। আগামীতে মনোনয়ন কে পাবে, আর কে পাবে না তা বড় কথা নয়। তবে কাজ করতে হবে ঐক্যবদ্ধ ভাবে। লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের আয়োজিত এ সমাবেশে সকলের দাবি আওয়ামীলীগ নেতাকর্মীদের দৃঢ় ঐক্য। জঙ্গীদের বিরুদ্ধে আওয়ামীলীগ নেতাকর্মীদেরকে কাজ করতে হবে, সজাগ থাকতে হবে। জঙ্গীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। ঐক্যের কোন বিকল্প নেই। আমরা সবাই ঐক্য রয়েছি, আগামীতেও ঐক্যের ধারাবাহিকতা বজায় থাকবে বলেও তিনি জানান। লোহাগাড়া উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ্ উদ্দিন হিরু ও প্রচার সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামীরগ সহ-সভাপতি এডভোকেট এ.কে.এম সিরাজুল ইসলাম চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ মোতালেব সিআইপি,সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামীলীগ উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা ও সাবেক ছাত্রনেতা মাহফুজুর রহমান রোটনসহ স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও আওয়ামীলীগ,যুুুুবলীগ, ছাত্রলীগ শ্রমিকলীগ, কৃষকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, আওয়ামী মৎস্যজীবীলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com