উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায়, জাইকার সহায়তায় ও উপজেলা সমাজ কল্যাণ বাস্তবায়ন কমিটির বাস্তবায়নে অটিস্টিক ও প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে হাঁস, মুরগী পালন ও শাক সবজি চাষ বিষয়ক দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হল রুমে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে উপজেলা সমাজসেবা অধিদপ্তর। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু,। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস- চেয়ারম্যান চুন্নু শেখ, মহিলা ভাইস-চেয়ারম্যান কামরুন্নাহার রিটা, মৎস্য কর্মকর্তা শেখ তানভীর আখতার, কোদালিয়া শহীদনগর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমানসহ আরো অনেকে। এসময় প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত অটিস্টিক ও প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে হাঁস মুরগী ও শাক সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ জাকিরুল ফরিদ।