আগামী ৪ সেপ্টেম্বর দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনকে সামনে রেখে ১ সেপ্টেম্বর বুধবার জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে মাজহার-সাইফুল পরিষদের প্রার্থীরা ব্যাপক গণসংযোগ করেন। দূর্নীতি বিরোধী আইনজীবী ঐক্য পরিষদের মনোনীত ও সমর্থিত মাজহার-সাইফুল পরিষদের প্রার্থীরা হলেন, সভাপতি মোঃ মাজহারুল ইসলাম সরকার, সহ-সভাপতি আবু রুশদ হাবিব, মোঃ ইকবাল রায়হান সোহেল, সাধারন সম্পাদক হাজী মোঃ সাইফু ইসলাম (১), সহ-সাধারন সম্পাদক অপূর্ব রায়, মোঃ শাহিনুর রহমান মানিক, কোষাধ্যক্ষ এন.এইচ মাহবুব উল হক বাবু, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক খুরশিদা পারভীন জলি, সমাজ কল্যাণ ও ধর্ম কম্পাদক মোঃ দেলোয়ার হোসেন (২), পাঠাগার সম্পাদক তৌহিদা ইয়াসমিন তানিন, নির্বাহী সদস্য মোঃ মিজানুর রহমান (২), মোঃ জাকারিয়া হোসেন, আইরিন পারভীন, মোঃ আরিফ ইকবাল হাশমী, মাসুদা বেগম। প্রার্থীদের নিকট মাজহার-সাইফুল পরিষদের নির্বাচনী অঙ্গিকার হিসেবে লিফলেট তুলে ধরে বলেন, দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক আইনজীবী সমিতি গঠন ও সমিতির অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত রাখা। সাম্প্রদায়ীক সম্প্রীতি সমুন্নত রেখে সকল ধর্ম ও সম্প্রদায়ের ধর্মীয় উৎসবের আয়োজন করা। ডিজিটাল আইনজীবী সমিতি গঠন ও সমিতির হিসাব রক্ষণ ও অফিস ব্যবস্থাপনাকে ডিজিটালাইজড করণ। সমিতির উজ্জ্বল ঐতিহ্য রক্ষার্থে আর্কাইভ প্রতিষ্ঠা। বার ও বেঞ্চের সম্পর্ক সমুন্নত ও সংরক্ষন করা। কোর্ট পুলিশ ও আদালত প্রাঙ্গণে টাউট বাটপারদের দৌরাত্ব বন্ধ করা। লোকাল বেনাভোলেন্ট ফান্ডকে বৃদ্ধি ও সততার সাথে সংরক্ষণ করা। বিজ্ঞ আইনজীবীদের পেশাগত মর্যাদা সমুন্ন রাখা এবং নতুন আইনজীবীদের জন্য স্বল্প মেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করা।