শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
রোনালদোর মতো কোকাকোলার বোতল সরিয়ে দিলেন সিকান্দার রাজা শ্রমিকদের অবিলম্বে অধিকার-ভিত্তিক ক্ষতিপূরণ ও ন্যায়বিচার দেয়ার সুপারিশ সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীর ইন্তেকাল এক কলসি পানির জন্য ১ ঘণ্টা অপেক্ষা হলুদ থেকে সবুজ: অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জার্সি উন্মোচন রোহিঙ্গা প্রত্যাবাসনে ইউরোপের দেশগুলো বাংলাদেশের পাশে আছে: পররাষ্ট্রমন্ত্রী কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন, দেখে দুদক বললো ‘নিম্নমানের কাজ’ সোশ্যাল মিডিয়ার কল্যাণে এক যুগ পর জগুনা বিবিকে ফিরে পেলেন পরিবার ফোন ১০০ শতাংশ চার্জ করা ভালো নাকি খারাপ? জামালপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মে দিবস পালিত

ইটের আড়ালে কাঠ পাচার, ট্রাক ও বিপুল কাঠ জব্দ

এম কে মনির সীতাকুণ্ড :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

চট্টগ্রামের সীতাকুণ্ডে খোলা ট্রাকে ইটের নিচে চাপা দিয়ে চোরাই কাঠ পাচারকালে একটি ট্রাক ও ১৭০ ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে। ১ সেপ্টেম্বর বুধবার রাত ২ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকু–শীতলপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ট্রাক ও কাঠগুলো জব্দ করে ফৌজদারহাট বিট কাম চেক স্টেশনের কর্মকর্তারা। জানা যায়, বুধবার গভীর রাতে একটি ট্রাক যোগে অভিনব কায়দায় ইটের নিচে কাঠ লুকিয়ে পাচার করার সংবাদ পায় ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন। (চট্টমেট্রো- ট – ১১- ৫৫৫৬) জব্দ করা হয়েছে।এসময় বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশে ফৌজদারহাট বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা মোঃ শাহানশাহ নওশাদ এর নেতৃত্বে একটি টহল দল ট্রাকটিকে ধাওয়া করে। একপর্যায়ে শীতলপুর এলাকায় চালক ও পাচারকারীরা গাড়িটি রাস্তার পাশে দাঁড় করিয়ে পালিয়ে যায়। পরে বিট কর্মকর্তারা গাড়িসহ কাঠগুলো জব্দ করে। জব্দ ওই গাড়ি থেকে (চট্টমেট্রো- ট – ১১-৫৫৫৬) প্রায় ১৭০ ঘনফুট অবৈধ সেগুন ও গামারী কাঠ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা। এ বিষয়ে ফৌজদারহাট বিট স্টেশন কর্মকর্তা মোঃ শাহান শাহ নওশাদ একুশে পত্রিকাকে বলেন, সড়কে বন বিভাগের নজরদারি বাড়ানো হয়েছে। ফলে পাচারকারীরা কৌশল পাল্টািয়ে ইট পরিবহনের আড়ালে কাঠ পাচার করছিল। গতকালের অভিযানে সেগুন ও গামারী কাঠ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com