কুয়েতে সরকারি ক্যাম্পে আটকে থাকা প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরাতে ফ্লাইট চালু হবে ১২ মে থেকে। এখন পর্যন্ত সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনার তথ্য পাওয়া গেছে। সপ্তাহে তিনটি করে ফ্লাইটে ছয়শ’র মতো প্রবাসীকে দেশে ফেরত আনা হবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কুয়েতে ৪০ হাজার প্রবাসী এই মুহূর্তে বেকার রয়েছেন। ১০ হাজারের মতো প্রবাসী খাবার সমস্যায় আছেন। গত ১২ থেকে ১৫ এপ্রিল সাধারণ ক্ষমার সুযোগ নিতে আবেদন করেন বাংলাদেশিরা। প্রায় সাড়ে চার হাজার বাংলাদেশি কর্মী সাধারণ ক্ষমায় দেশে ফিরতে এখন কুয়েত সরকারের চারটি ক্যাম্পে আছেন। ক্যাম্পে খাদ্য সংকটসহ নানা ভোগান্তির অভিযোগ করছেন অনেক প্রবাসী।
এ বিষয়ে কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম গণমাধ্যমকে জানান, কুয়েত সরকারের সঙ্গে আলোচনা করে এখন পর্যন্ত সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনার তথ্য পাওয়া গেছে। ১২ মে ও ১৩ মে দুটি ফ্লাইট। এরপর ১৬ ও ১৭ মে এবং ২১ ও ২২ মে ফ্লাইটগুলো পরিচালনা করবে কুয়েত সরকার।
তিনি জানান, দূতাবাস থেকে এখন পর্যন্ত পাঁচ হাজার জনকে খাবার সরবরাহ করা হয়েছে। বাকি প্রবাসীদের কাছেও খাবার সহায়তা পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভিডিও বার্তার মাধ্যমে দেশে ফিরতে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন ক্যাম্পে আটক থাকা প্রবাসী বাংলাদেশিরা।
এমআর/প্রিন্স