চট্টগ্রাম শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে বাংলাদেশ চা বোর্ড এর ভারপ্রাপ্ত সচিব এবং উপসচিব মোহাম্মাদ রুহুল আমীন কে সংবর্ধনা প্রধান করা হয়েছে। কেন্দ্রের উপ প্রকল্প পরিচালক জেসমিন আকতার এর সভাপতিত্বে এবং ফিজিক্যাল ইন্সট্রাক্টর গমন কান্তি দে এর সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নিয়াজ মোর্শেদ, হাটহাজারী পৌরসভার সহকারী প্রকৌশলী মো: বেলাল আহমেদ খাঁন সহ আরও অনেকেই। এ উপলক্ষে বাংলাদেশ চা বোর্ড এর ভারপ্রাপ্ত সচিব মোহাম্মাদ রুহুল আমীন শিশুদের সাথে নিয়ে স্বাস্থ্যবিধি মেনে বিশেষ আনন্দভোজ এর আয়োজন করেন। আনন্দভোজ শেষে কেন্দ্রের নিবাসী শিশুদের অংশগ্রহণে জমকালো শিশুতোষ সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়। শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত সকলেই বিমুগ্ধ চিত্তে উপভোগ করেন। শিশুদের পরিবেশনায় মুগ্ধ হয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মাদ রুহুল আমীন বলেন- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে রয়েছে অফুরান সুপ্ত সম্ভাবনা, সেই সম্ভাবনাকে নিংড়িয়ে বের করে আনা আমাদের নৈতিক দায়িত্ব। আর এই শিশুদের পাশে সবসময় ছিলাম এবং থাকবো। এসময় তিনি শিশুদের হাতে তুলে দেন শুকনো জলযোগ এর প্যাকেট। অতঃপর চট্টগ্রাম শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের পক্ষ থেকে উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এর নেতৃত্বে সংবর্ধিত অতিথি মোহাম্মাদ রুহুল আমীন কে সম্মাননা ক্রেস্ট এবং স্মৃতিময় বিশেষ ফটোফ্রেম তুলে দেন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উল্লেখ্য, বাংলাদেশ চা বোর্ড এর বর্তমান ভারপ্রাপ্ত সচিব এবং উপসচিব মোহাম্মাদ রুহুল আমীন ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর থেকে দীর্ঘ দুই বছর দশ মাস সময় কালীন হাটহাজারী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এর দায়িত্ব পালন করেন। কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার জানান- তৎকালীন সময় হতে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, চট্টগ্রাম এর সেবাদান কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কেন্দ্র ব্যবস্থাপনা কমিটি’র সভাপতি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার এর পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসন থেকে ধারাবাহিকভাবে আন্তরিক সহযোগিতা পেয়ে আসছেন। দীর্ঘদিনের লক ডাউন পরিস্থিতি শেষে স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রের অভ্যন্তরীণ চত্তরে এরূপ মনোমুগ্ধকর আয়োজন শিশুদের মাঝে নিয়ে এসেছে বৈচিত্রময় আনন্দের বার্তা। চট্টগ্রাম শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের পুরো প্রাঙ্গন যেন মুখর হয়ে ওঠে একঝাঁক শেখ রাসেল অনুসারীর অনাবিল কলরোলে।