লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ রোবিন কর্তৃক গাজী টিভি’র লামা উপজেলা প্রতিনিধি ও লামা প্রেস ক্লাবের যুগ্ন-সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ ফরিদ উদ্দিন কে অশালিন ভাষায় গাল-মন্দ, পুলিশে ধরিয়ে দেওয়া ও পাগল বলে আখ্যায়িত করার প্রতিবাদে লামায় কর্মরত সাংবাদিকরা প্রতিবাদ জানিয়েছে। রবিবার বিকাল ৩ ঘটিকায় লামা প্রেসক্লাব হলরুমে লামা প্রেসক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়ার সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক ফরিদ উদ্দীনকে হুমকী অশালিন ভাষায় গাল-মন্দ, পুলিশে ধরিয়ে দেওয়া ও পাগল বলে আখ্যায়িত করার ঘটনায় স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা রবিবার বেলা ৩ ঘটিকায় লামা প্রেস ক্লাব মিলনায়তনে প্রতিবাদ সভায় অংশ গ্রহন করে উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা সাংবাদিক ফরিদ উদ্দিনের হুমকিদাতা ও সংশ্লিষ্টদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন। সাংবাদিক ফরিদ উদ্দিন বলেন, গত (৪ সেপ্টম্বর) শনিবার লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা নিতে আসা এক রোগীর আমাকে ফোনে জানায়, হাসপাতালে অপরিস্কার ও বাসি খাবার রোগীদের খেতে দেওয়া হয় এবং ব্যবহারের অনুপযোগি টয়লেট সহ হাসপাতালে অব্যবস্থাপনার নানান বিষয়ে অবহিত করেন। ভূক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে আমি হাসপাতালে গিয়ে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে উপরোক্ত বিষয়ে সত্যতা যাচাই করতে গেলে উনি কর্মস্থলে উপস্থিত না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষকে অবগত করে আমি নিজ মোবাইলে ফেইসবুক লাইভে টয়লেট ব্যবস্থা ও খাবারের গুন গত মান যাচাই ও ভিডিও ধারন করতে গেলে, লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ রোবিন আমাকে ভিডিও ধারনে বাধা প্রধান করেন এবং অশালীন ভাষায় গাল মন্দ ও পুলিশ কে ধরিয়ে দিবেন বলে মারধর করবেন বলে হুমকি প্রদান করে আমাকে পাগল বলে আখ্যায়িত করেন। লামা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক কামরুজ্জামান বলেন, ফরিদ উদ্দিন প্রায় দুই যুগ ধরে সাংবাদিকতায় সুনাম ও দক্ষতার সাথে কাজ করে আসছেন। এহেন ঘটনায় সাংবাদিক ফরিদ চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন। একজন পেষাদার সাংবাদিক কে এভাবে মারধরের হুমকি, অশ্রাব্য ভাষায় গালি গালাজ ও আই ডি কার্ড চাওয়া এবং পাগল বলে আখ্যায়িত করা অত্যন্ত নিন্দনিয়। বিষয়টি উদ্বেগের, যা আমাদের কাম্য নয়। ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে সংশ্লষ্টদের প্রতি আহ্বান জানান।