সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন

রাজশাহী বিভাগে করোনায় আক্রান্ত আরও ১০ জন

রাজশাহী প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১০ মে, ২০২০

রাজশাহী বিভাগে মহামারী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন আক্রান্ত। হাসপাতালে ভর্তি হয়েছেন এদের দুইজন। করোনাজয় করে গত ২৪ ঘণ্টায় বাড়ি ফিরেছেন সাতজন। তবে বাড়েনি মৃতের সংখ্যা। বিভাগে করোনা প্রাণ কেড়েছে এ পর্যন্ত দুইজনের। এ পর্যন্ত বিভাগে করোনা শনাক্ত হয়েছে ২০৭ জনের।

রোববার (১০ মে) দুপুরে স্বাস্থ্য দফতরের বিভাগীয় পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের হিসাবে, সবচেয়ে বেশি ৬২ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে নওগাঁয়। বিভাগে করোনার হটস্পট হয়ে ওঠা এই জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে একজনের।

গত ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ তিনজনের সংক্রমণ ধরা পড়েছে জয়পুরহাটে। সব মিলিয়ে এই জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ জন। বিভাগের আট জেলার মধ্যে করোনা সংক্রমণের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড এটি। আক্রান্তদের ৩৯ জন হাসপাতালে চিকিৎসাধীন। এই জেলার চার রোগী সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।

রাজশাহী বিভাগে করোনা পরিস্থিতি জটিল হচ্ছে জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য।

তিনি বলেন, এখন করোনাভাইরাসের কমিউনিটি সংক্রমণ পর্যায় চলছে। এই সময় প্রত্যেককে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। বিনাপ্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া যাবে না। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। বাইরে বের হওয়ার সময় মাস্ক ব্যবহার করতে হবে।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com