গাজীপুরের কালীগঞ্জে অভ্যন্তরীন জলাভুমি এবং বর্ষাপ্লাবিত ধান ক্ষেত/প্লাবনভূমি/প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরেন সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় আলীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। উপজেলা প্রশাসন ও মৎস অধিদপ্তর’র আয়োজনে সোমবার দুপুরে উপজেলার বক্তারপুর ইউনিয়নের ৫নং ওর্য়াডের বেরুয়া নলি ব্রীজ সংলগ্ন প্লাবনভূমি বেলাই বিল, উপজেলা পরিষদ পুকুর, পৌর ভুমি পুকুরে রুই, কাতল, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৬ মণ ৩৭ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- জেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা নিবার্হী অফিসার মো. শিবলী সাদিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, পৌর মেয়র এস.এম. রবিন হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. মাকসুদ উল আলম, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মুর্শিদ কুলি খান, সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, অর্থ বিষয়ক সম্পাদক শরিফ খান কনক, কাপাসিয়া উপজেলা মৎস সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, ক্ষেত্রসহকারী মাহবুবুল আলম, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান ফারুক, এস.এম. আলমগীর হোসেন, বক্তরপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান পলাশ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ টিপু প্রমূখ।