মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:০০ পূর্বাহ্ন

করোনা টেস্টে আরো ১৬ ল্যাব, ৪০ বুথ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১০ মে, ২০২০
ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, দেশের মহামারী করোনাভাইরাসের সংক্রমণ কমিয়ে আনতে এবং রোগীদের চিকিৎসা সেবা দিতে করোনাভাইরাস পরীক্ষায় আরও ১৬টি ল্যাব ও ৪০টি বুথ স্থাপন করা হবে বলে জানিয়েছেন । এছাড়া সপ্তাহখানেকের মধ্যেই রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে করোনারোগী ভর্তি শুরু হবে।

রোববার (১০ মে) দুপুরে রাজধানীর ইস্কাটনে হাসপাতালটি করোনা চিকিৎসার জন্য উদ্বোধন শেষে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হাসপাতালগুলো যাতে রোগীদের কোভিড-১৯ সার্টিফিকেট দেয় সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। হলি ফ্যামিলির চিকিৎসকরা সরকারি চিকিৎসকদের মতোই প্রণোদনা ও সুবিধা পাবেন।

বসুন্ধরার কোভিড হাসপাতালটি আগামী সপ্তাহে চালু হবে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, ‘শিগগিরই করোনাভাইরাস পরীক্ষার জন্য আরও ১৬টি ল্যাব ও বিভিন্ন স্থানে ৪০টি বুথ স্থাপন প্রক্রিয়া চলছে। এসব জায়গায় করোনা সংক্রমিত রোগ নির্ণয় ও রোগীদের সেবা প্রদান করা হবে।’

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com