বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের পরিচালনায় এবং লাকসাম উপজেলার সার্বিক ব্যবস্থাপনায় ৫৪৩তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স গতকাল আল-আমিন ইনস্টিটিউটে অত্রাঞ্চলের ২১টি মাধ্যমিক বিদ্যালয়, ২২টি প্রাথমিক বিদ্যালয়, ৪টি মাদরাসার শিক্ষক ও উপজেলা একাডেমিক সুপারভাইজারসহ ৪৮ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। লাকসাম উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলমের সভাপতিত্বে এবং উপজেলা স্কাউটস সম্পাদক রনজিত চন্দ্র দাস ও উপজেলা স্কাউট লিডার লক্ষণ চন্দ্র আচার্যের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা সম্পাদক মোঃ আখতারুজ্জামান এএলটি, লাকসাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রসাদ কুমার ভাওয়াল, নওয়াব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন হেলাল, স্কাউটস কমিশনার রাশিদা বেগম। কোর্স লিডার ছিলেন, আঞ্চলিক উপকমিশনার (প্রশিক্ষণ) মোঃ মোজাম্মেল হোসেন। প্রশিক্ষক ছিলেন, মোঃ এয়াছিন এএলটি, মোঃ মনিরুজ্জামান এএলটি, মোঃ ওয়াহিদুজ্জামান সিএএলটি ও মুহম্মদ আসলাম মিয়া সিএএলটি। সহযোগিতায় ছিলেন, উডব্যাজ মোঃ শাহজাহান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, আল আমিন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুহম্মদ আবু জাফর মজুমদার। দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স শেষে বিকেলে প্রশিক্ষাণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।