সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে ফেনী -৩ আসনের সংসদ সদস্য লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভিডিও কনফারেন্স রুমে নির্বাহী অফিসার এ এম জহিরুল হায়াতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু, মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, উপজেলা আ’লীগ সভাপতি প্রফেসর মফিজুল হক, সহকারী কমিশনার (ভূমি) লিখন বনিক, বক্তারমুনশী শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজের সভাপতি প্রফেসর সাইফুদ্দিন আহমেদ চৌধুরী, উপজেলা প্রকৌশলী মনির হোসেন, মডেল থানা অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন মজুমদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন, উপজেলা প্রকল্প পরিচালক ইকবাল হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত ওয়াহিদুর রহমান, উপজেলা জাতীয় পাটি সভাপতি হাজী আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মৃধা, জাহিদুল হক জাহিদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা, শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে মাধ্যমিক শিক্ষা ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রস্তুতি পর্যালোচনা করা হয়। এছাড়া সাংসদ মাসুদ চৌধুরী উপজেলা প্রাঙ্গণের পুকুরে ২০২১- ২০২২ আর্থিক সালে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের পোনামাছ অবমুক্ত করেন। চরচান্দিয়া আবদুর রব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের কাজ, কমিউনিটি ক্লিনিক, ওলামা বাজার সুপার মার্কেটের ভবনের নির্মাণ কাজের অগ্রগতি, চরমজলিশপুর ইউনিয়নের মিয়াজী ঘাট ব্রীজ নদী ভাঙ্গন কবলিত এলাকা এবং ভাঙ্গন রোধের কাজের অগ্রগতি, মাওলানা ঘাট ব্রীজের সংযোগ সড়কের ভাঙ্গন, ছাড়াইতকান্দি রেজিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।