ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের ছোট ভাকুলিয়া গ্রামে বংশী নদীর ভাঙনের কবলে পড়ে বসত বাড়ী হাড়িয়ে সর্বশান্ত কয়েকটি পরিবার মানবতার জীবন যাপন করছেন।হুমকির মুখে রয়েছে ফসলী জমি ও অর্ধশত বসত বাড়ি। স্থানীয়রা বলেন ভাঙন এভাবে চললে আমরা খুবই বিপদের মুখে পড়বো আমাদের গ্রামে একটি মাত্র মসজিদ এটিও নদীর গর্ভে চলে যাবে বলে মনে হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায় নদীপাড়ের কয়েকটি বাড়ি পুরোপুরি নদীতে বিলীন হয়ে গেছে বসত বাড়ি হারিয়ে অন্যের বাড়িতে রয়েছেন তারা, কেউ কেউ বাস করছেন রাস্তার মোরে।কয়েকজন হারিয়েছে তাদের একমাত্র সম্বল ফসলি জমিও, প্রতিমূহুর্তেই ভেঙ্গে পড়ছে খন্ড খন্ড মাটি, নদীর পানি যত বাড়ছে ভাঙ্গন ততই বেগবান হচ্ছে বলে জানান এলাকাবাসি। এ বিষয়ে বসত বাড়ি হারানো মোঃ আব্দুল জ?লিল বলেন দুই দিন আগেও আমার বাড়ি ছিল কিন্তু এখন নদী হয়ে গেছে আমার এই বাড়িই ছিল শেষ সম্বল আ?মার থাকার জায়গাও নাই। মোঃ আজিজ বলেন আমার বাড়ি ভেঙ্গে যাওয়ার কারণে আমি অন্যের বাড়িতে বাস করছি বাড়ি বানানোর সামর্থ নাই। আমি এখন পরিবার নিয়ে কোথায় যাব। বসতবাড়ি হারিয়ে কয়েক বছর আগে বাড়ি করেছিলেন মোঃ শামছুল হক কিন্তু সেটি এখন আবারও ভাঙনের মুখে, বিষয়ে শামছুল হক বলনে এই বাড়িটি ভেঙ্গে গেলে আমার আর কিছু থাকবে না। গ্রামের বয়জেষ্ঠ মোঃ আলীম উদ্দিন বলেন আমা?দের গ্রামে একটা মাত্র মসজিদ আমরা সবাই মিলে অনেক কষ্টে পাকা করেছি এভা?বে ভাঙতে থাকলে হয়তো এটাও নদীতে চলে যাবে। জানা যায় কয়েক বছরে বাড়ি হারিয়েছেন এই গ্রামের মোঃ ফজর আলী, মোঃ সুলতান মিয়া, মোঃ বাসেদ আলী, মোঃ মোখলেছ আলী, মোঃ হালিম, আব্দুল আলীম সহ অনেক পরিবার। এলাকাবাসী বলেন আমরা নদী ভাঙনের কারনে বসত ভিটা হারা?তে ব?সে?ছি আমাদের গ্রামের একটি মাত্র মস?জিদ এভাবে হয়তো এটাও ভেঙে নদীতে চলে যাবে। জানা যায় ভাঙ্গনের বিষয়ে কেউ কোন খোজ খবর নেয়নি, বিপদ গ্রস্থ্য এই মানুষ গুলো তাদের বসতবাড়ি ফসলি জমি রক্ষায় সরকার ও স্থানীয় জনপ্রতিনিধিদের কা?ছে ভাঙন রোধে দ্রুত ব্যাবস্থা নেওয়ার অনুরোধ করেছেন। এই বিষয়ে চৌহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভীন হাসান প্রীতি বলেন, ছোট ভাকুলিয়া গ্রামে নদী ভাঙনের কারণে মানুষের ঘর বাড়ী নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমি দ্রুত নদী ভাঙন ডেকানোর জন্য উপজেলা ইউএন কে সাথে নিয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের করবো। এই বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকি বলেন, চৌহাট ইউনিয়নের ছোট ভাকুলিয়া গ্রামের বংশী নদীতে ঘরবাড়ী ভাঙনের খবর পেয়েছি। ভাঙন এলাকা পরিদর্শন করে ভাঙন ডেকানোর জন্য সরকারী ভাবে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ক্ষতিগ্রস্থ লোকজনদেরকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।