কুমিল্লার দেবিদ্বারে কোভিড-১৯ পরবর্তী শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষকদের সাথে কুমিল্লা জেলা প্রশাসকের মতবিনিময় ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় দেবিদ্বার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানি, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমা বেগম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ গিয়াস উদ্দিন। দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম আলী জিন্নাহ উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধামতী কামিল মাদরাসার অধ্যক্ষ শাহ মোহাম্মদ মহিউদ্দিন, দেবিদ্বার মাধ্যমিক শিক্ষক সমিতির সহ সভাপতি মোঃ শামসুল হক, দেবিদ্বার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ কামরুজ্জামান ভূইয়া সহ আরো অনেকে। এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ডিজি এম মৃর্ণাল কান্তি চৌধুরী, উপজেলা ইঞ্জিনিয়ার শাহ আলম, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য ও প্রভাষক সাইফুল ইসলাম শামিম, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান সুমন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সাদ্দাম হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম মাওলা, পৌর সচিব ফখরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবদুল হাকিম লিটন সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ ও উপজেলার সকল কলেজ,মাদরাসা ও হাইস্কুলের প্রধানগন। উক্ত আলোচনা সভার পূবে উপজেলা পরিষদ স্বুল পরিদর্শন, অফিসার্স ক্লাবের নতুন ভবন উদ্বোধন, গ্রাম পুলিশ দের মাঝে সাইকেল বিতরন, সুবিল ইউনিয়নে আশ্রায়ন প্রকল্প পরিদর্শন সহ অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।