স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে সরকারী শিশু পরিবার (বালক), ফরহাদাবাদ, হাটহাজারী, চট্টগ্রামের উদ্যোগে গত ১৩ সেপ্টেম্বর প্রতিষ্ঠানের খেলার মাঠে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ ফুটবল টুনার্মেন্ট ২০২১ উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানের উপতত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতর, চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন ও প্রতিষ্ঠান) মোহাম্মদ ওয়াহীদুল আলম ও সহকারী পরিচালক (কাযর্ক্রম ও সামাজিক নিরাপত্তা) শাহনাজ পারভীন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন শিশুরা নিয়মিত খেলাধুলা করলে তাদের শারীরিক কাঠামা মজবুত হয় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের উপতত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীর বলেন ক্রীড়া চর্চা হচ্ছে একটি নির্মল বিনোদন মাধ্যম যার মাধ্যমে শিশুদের আত্ববিশ্বাস বৃদ্ধি পায় ও শৃংখলাবোধ তৈরী হয়। তিনি ভবিৎষতেও এ ধরণের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী তত্ত্বাবধায়ক মোঃ মমিনূল হক, সহকারি শিক্ষক মুহাম্মদ হারুনুর রশিদ, অফিস সহকারী মোঃ কামরুল হাসান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ আইয়ুব প্রমুখ। পরে প্রধান অতিথি সুসজ্জিত ফেস্টুন ও বিভিন্ন রঙের বেলুন উড়িয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ ফুটবল টুনার্মেন্ট ২০২১ শুভ উদ্বোধন করেন। টুনার্মেন্টে প্রতিষ্ঠানের শিশুদের নিয়ে গঠিত কৃষ্ণচুড়া, রজনীগন্ধা, শাপলা, গোলাপ, হাসনাহেনা ও শিমুল নামে ৬টি দল অংশ গ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে শাপলা দল গোলাপ দলকে ২-০ গোলে পরাজিত করে।