ময়লা আবর্জনা যত্র-তত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলি এবং ডোবা খাল-ড্রেনে ময়লা ফেলে জলাবদ্ধতা সৃষ্টি না করি। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি। সবাই মিলে পরিস্কার রাখি, স্বাস্থ্য সম্মত পরিবেশ গড়ি এই প্রতিপাদ্য শ্লোগান নিয়ে পৌর ভবন থেকে একটি র্যালি বের করে শহরের উল্লেখ যোগ্য সড়ক পদক্ষিণ করে। পরে পৌরসভা চত্তরে আলোচনা সভা মিলিত হয়। গতকাল র্যালিতে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদিন আখন, পৌর মেয়র মোরশেদ, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব আবুল হাসেম মহাজন, চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ ওসি মনির মিয়া, শহর ৪নম্বর ওয়ার্ড কাউন্সিলর আকতারুল আলম সামু, জমিয়াতুল মোদার্রেছীন এর সাধারন সম্পাদক অধ্যাপক সাংবাদিক কামরুজ্জামান,সাংবাদিক এম আবু সিদ্দিক, কামরুল সিকদার, সোয়েব, পৌর কাউন্সিলরসহ পৌর কর্মকর্তা-কর্মচারীরগন ওই সময় উপস্থিত র্ছিলেন। বক্তৃতায় মেয়র মোরশেদ বলেন, যেখানে সেখানে ময়লা ফেলবেনা আপনার ময়লা রাস্তা বা ঘরের সামনে রাখুন পৌর কর্মচারীরা প্রতিনিদিনের ময়লা প্রতিদিনই আপনার ময়লা নির্দিষ্ট স্থানে নিয়ে যাবে।