রাজশাহী বিভাগে বেড়েই চলছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনা ধরা পড়েছে ১৬ জনের। সবমিলিয়ে বিভাগের আট জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২৩ জনে। দুইদিন আগে এই সংখ্যা ছিল ২০৭ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মাত্র একজন। আর এক রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ পর্যন্ত বিভাগে ১৬ করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। করোনায় মৃতের সংখ্যা এখনও দুইজন। সোমবার দুপুরে স্বাস্থ্য দফতরের বিভাগীয় পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, দিনে দিনে রাজশাহী বিভাগে করোনা পরিস্থিতি জটিল হচ্ছে। এখন করোনাভাইরাসের কমিউনিটি সংক্রমণ পর্যায় চলছে। এই অবস্থায় প্রত্যেককে সর্বোচ্চ সতর্ক হতে হবে। বিনাপ্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া যাবে না। প্রয়োজনে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। কেবল সচেতনতাই রুখে দিতে পারে করোনার সংক্রমণ।
এমআর/প্রিন্স