চলমান করোনা পরিস্থিতির মধ্যেই চলতি মাসে অনলাইনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে। ফলে ঘরে বসেই ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা।
সোমবার (১১ মে) আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এসএসসির ফলাফল প্রকাশের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। চলতি মাসেই আমরা ফলাফল প্রকাশ করব। যেহেতু করোনা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তাই আমরা অনলাইনেই ফলাফল প্রকাশ করব। শিক্ষার্থীরা ঘরে বসেই ফলাফল জানতে পারবে।
এমআর/প্রিন্স