শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম ::

বিরামপুরে স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা ও দোয়া মাহফিল

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

দিনাজপুরের বিরামপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বিরামপুর উপজেলা শাখার আয়োজনে সাম্প্রতিক অনুমোদিত আহবায়ক কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) পৌর শহরের স্টেশন রোডের বিএনপি মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সফিকুল রহমান দুলালের সভাপতিত্বে ও সদস্য সচিব তাজুল ইসলাম চৌধুরী অমির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল। এ সময় আরো উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য তোছাদ্দেক হোসেন তোছা, দিনাজপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম মুকুর চৌধুরীর সহধর্মীনী হাসনা হেনা চৌধুরী হীরা, উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় ওলামা দলের সদস্য ফজলুর রহমান রুমী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরে আলম নূরা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সায়হাম আশরাফ, উপজেলা যুবদলের আহবায়ক জীবন চৌধুরী শাহিন, উপজেলা যুবদলের সদস্য সচিব ও জেলা যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক এ?্যাডভোকেট মিঞা শিরন আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকির খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইশতিয়াক আহমেদ ইমন, যুগ্ম আহবায়ক ছানোয়ার হোসেন, পৌর যুবদলের আহবায়ক কমিটির ১নং সদস্য সাদেকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক বাদশা মোহাম্মদ নাজ্জাসী সহ আরো অনেকে বক্তব্য রাখেন। পরিচিতি সভায় বক্তব্য শেষে বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন সহ সকল নেতাকর্মীদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, কয়েকদিন পূর্বে দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুজিবর রহমান মুজিব ও সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী লিমন স্বাক্ষরিত ৩১সদস?্য বিশিষ্ট বিরামপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি অনুমোদন করা হয়। এরই প্রেক্ষিতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com