প্রধান বক্তা নৌকা মার্কায় সমর্থন দেয়া বিদ্রোহী প্রার্থী এডভোকেট ফয়সালকে অভিনন্দন জানিয়ে বলেন, চকরিয়া পৌরসভার মেয়র প্রার্থী আলমগীর চৌধুরীকে নৌকা প্রতীক দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা। এ নৌকা বঙ্গবন্ধুর নৌকা। সুতরাং এ নৌকার বিরোধিতা করলে পরিণতি খারাপ হবে বলে হুশিয়ারি উচ্চারন করে বলেন, কতিপয় ব্যক্তি আমার দলের (আওয়ামীলীগের) ব্যানার দিয়ে, আমাদের দলের সাইন বোর্ড লাগিয়ে দলীয় পদ পদবী ব্যবহার করে তলে তলে নৌকা ডুবানোর চেষ্টায় লিপ্ত রয়েছেন। তিনি ঐসব ব্যক্তিদের কপালে শনির দশা ভর করেছে দাবী করে ২৪ ঘন্টার মধ্যে দলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। অন্যথায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলীয় পরিচয় দেয়ার পথ বন্ধ করে দেয়ার হুশিয়ারী দেন। শুক্রবার ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় নৌকার সমর্থনে আয়োজিত বিশাল সমাবেশে কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন এ কথা বলেন। চকরিয়া বিজয় মঞ্চ চত্ত্বরে চকরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আকম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে শুক্রবারের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ধর্ম বিষয়ক সম্পাদক এড সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান খান বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সম্পাদক মুজিবুর রহমান, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সম্পাক বদিউল আলম বদি, জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর, জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসেন, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু মোহাং মারুফ আদনান, মেয়র প্রার্থী আলমগীর চৌধুরী, এডভোকেট রঞ্জিত দাস, উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাইদী, সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, সাবেক চেয়ারম্যান জিয়া উদ্দিন জিয়া প্রমুখ। এ ছাড়া জেলা উপজেলার শতাধিক নেতাকর্মি উপস্থিত ছিলেন। এর আগে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ চকরিয়া শহরে পায়ে হেঁটে দোকানে ভোট খুঁজেন।