শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম ::

জয়পুরহাটে র‌্যাব-৫ এর অভিযানে ২ কেজি গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামীসহ আটক-২

জয়পুরহাট প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

জয়পুরহাটে র‌্যাব-৫, সিপিসি-৩, র‌্যাব ক্যাম্পের সদস্যরা পৃথক দুটি অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ বাবলু মন্ডল(৫২) নামে এক মাদক ব্যবসায়ী ও এন আই এ্যাক্ট এর দায়েরকৃত মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী ইয়াকুব আলী(৩০)কে আটক করেছে জয়পুরহাট র‌্যাব সদস্যরা। জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির ও অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম এর নেতৃত্বে প্রতিদিনের ন্যায় জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের চৌকশ আভিযানিক দল গোপন সংবাদের ভিক্তিতে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করে। ২ কেজি গাঁজাসহ আটককৃত হলেন, নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মিঠাপুর ইউপি’র মিঠাপুর বাজার এলাকার মৃত তোজাম্মেল মন্ডলের ছেলে মাদক ব্যবসায়ী বাবলু ম-ল। এবং আটককৃত সাজাপ্রাপ্ত আসামী জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ইউপি’র দস্তপুর গ্রামের ফজলুুল হকের ছেলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ইয়াকুব আলী। র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানানো হয়। জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির ও অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম নেতৃত্বে, ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিক্তিতে নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী বাবুল ম-ল কে মিঠাপুর বাজার এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করে র‌্যাব-৫ সদস্যরা। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় আটককৃত ধৃত মাদক ব্যবসায়ী র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সে দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। পরবর্তীতে আলামতসহ আটককৃত মাদক ব্যবসায়ীর বাবুল ম-লের বিরুদ্ধে নওগাঁর বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে একটি মামলা দায়ের করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com