সাভার উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিলের অর্থায়নে করোনা ভাইরাসের কারনে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক ফুল চাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরন বিতরন করা হয়েছে। (১৯ সেপ্টেম্বর) রবিবার বিরুলিয়া ইউনিয়নে বেগুনবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই অনুষ্ঠান হয়েছে। একশত কৃষকের মাঝে অটো স্প্রে মেশিন, সিকেচার (ফুল কাটার)হ্যান্ড গ্লোভস, ক্যাপ এবং বৃক্ষ প্রদান করা হইয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মন্জুরুল আলম রাজীব, সাইদুর রহমান সুজন, চেয়ারম্যান বিরুলিয়া ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কৃষিবিদ নাজিয়াত আহমেদ, কৃষি অফিসার সাভার উপজেলা। এ সময় প্রধান অতিথি বলেন, সাভার উপজেলায় বিরুলিয়া ইউনিয়নে গোলাপ চাষের সুনাম ছড়িয়ে পরেছে সারাদেশে, এই সুনাম অক্ষুন্ন রাখতে সাভার উপজেলা পরিষদ ও কৃষি অধিদপ্তর সবসময় গোলাপ চাষীদের পাশে থাকবে,চাষীদের যে সমস্যা গুলো রয়েছে সরকারের পক্ষ থেকে তা দ্রুত সমাধান করা হবে এবং উপজেলা পরিষদের ওয়ান পার্সেন্ট এর তরফ থেকে গোলাপ চাষীদের কে তিন লক্ষ টাকা প্রদান করা হবে বলেও জানান। পরিশেষে সকলের সুস্বাস্থ কামনা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কানমায় উপস্থিত সকলের কাছে দোয়া প্রাথনা করেন। বিশেষ অতিথি সাইদুর রহমান সুজন বলেন, নভেল করোনায় বিরুলিয়ার ফুলচাষীরা কতোটা ক্ষতিগ্রস্থ হয়েছে তা ভাষায় প্রকাশ করার নয়,তিনি প্রধান অতিথির নিকট ফুলচাষীদের সহযোগীতা করার জন্য বিনীত অনুরোধ জানান।তিনি আরো বলেন সারা বাংলাদেশ সাভারের বিরুলিয়া ইউনিয়নকে চেনে শুধুমাত্র গোলাপ চাষীদের কারনে এটা আমাদের সাভারবাসীর জন্য গর্বের বিষয়।তিনি সকলের মঙ্গলকামনা করে বক্তব্য শেষ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাজী মাইনুল ইসলাম, অফিসার ইনচার্জ সাভার মডেল থানা, বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হালিম মোক্তার, ঢাকা জেলা পরিষদের সদস্য হাজী সেলিম মন্ডল সহ বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।