চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট বাগানবাডি গ্রামের ঝুঁকিপূর্ণ রাস্তাটি দ্রুত মেরামতের নির্দেশ দিলেন এমপি শিমুল। ২১ সেপ্টেম্বর সকালে তিনি উপজেলা প্রকৌশলী মোঃ হারুণ অর রশিদকে এ কথা বলেন। কানসাট মিলিক মোড় থেকে বাগানবাড়ি হয়ে কানসাট ইউনিয়ন পরিষদ সহ বেশ কয়েকটি গুরুত্ত্ব¡পূর্ণ জায়গায় যেতে হয় এলাকাবাসীকে। পথিমধ্যে এলাকার পানি নিস্কাশনের জন্য কালভার্টটির অনেকাংশ ভেঙ্গে পাশ দিয়ে বয়ে যাওয়া খালে চলে যায়। এতে প্রায় ৪টি বাড়ির মাটি দেবে অনেকটা বসে গিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে আসে। ফলে ঘরবাড়িতে ফাটল ধরে আশংকা জনক অবস্থায় দিনাতিপাত করছে পরিবারগুলোর। রাস্তার নীচ অংশ অনেকটা বৃষ্টির পানিতে কেটে যাওয়ার কারণে বিভিন্ন যানবাহন ও পথচারিদের ঝুঁকিতে চলাফেরা করতে হয়। সংবাদ জানতে পেরে শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)-১ আসনের সাংসদ ডাঃ মোঃ শামিল উদ্দিন আহম্মেদ শিমুল এমপি ঘটনাস্থলে উপস্থিত হয়ে সফর সঙ্গি উপজেলা প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ কে দ্রুত ব্যবস্থা গহণের নির্দেশ দেন তিনি। এসময় উপজেলা এনজিও ফোরামের সভাপতি ও সাবেক ছাত্রনেতা মোঃ তৌহিদুল ইসলাম টিয়া সহ নেতৃবৃন্দ ও সুধিমহল উপস্থিত ছিলেন।