শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম ::

শোকর : আলোকিত জীবনের পাথেয়

আব্দুল্লাহ আলমামুন আশরাফী:
  • আপডেট সময় বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

হজরত মুআজ ইবনে জাবাল রা:। রাসূলুল্লাহ সা:-এর অত্যন্ত প্রিয় একজন সাহাবি। যাকে তিনি হৃদয় দিয়ে ভালোবাসতেন। একদিন প্রিয় নবী সা: মুআজ রা:-এর হাত ধরে বলেন, ‘মুআজ! আল্লাহর কসম! আমি তোমায় ভালোবাসি!’
রাসূলুল্লাহ সা:-এর ঘোর বিরোধীরাও তার কথার বিশ্বস্ততার ব্যাপারে হৃদয় থেকে কখনো আপত্তি তুলত না। রাসূলুল্লাহ সা:-এর প্রতিটি কথাকে আন্তরিকভাবে বিশ্বাস করত। সেখানে তাঁর নিবেদিতপ্রাণ একজন সাহাবি তাঁর মুখনিঃসৃত পবিত্র কথামালাকে কতটুকু হৃদয় দিয়ে গ্রহণ করবে তা বলাই বাহুল্য। মুআজ রা: এক আকাশ ভালোবাসা আর মুগ্ধতা মিশিয়ে উত্তর দেন, ‘আপনার জন্য আমার পিতা-মাতা উৎসর্গিত হোক। আমিও আপনাকে ভীষণ ভীষণ ভালোবাসি…।’ অতঃপর নবীজী সা: প্রিয় মুআজ রা:কে লক্ষ্য করে বলেন, ‘তুমি প্রত্যেক নামাজের পর অবশ্যই এ দোয়াটি পড়বে। এর অর্থ- ‘হে আল্লাহ! আপনি আমায় সাহায্য করুন আপনার জিকিরের ক্ষেত্রে, আপনার শোকরের ক্ষেত্রে এবং আপনার উত্তম ইবাদতের ক্ষেত্রে…।’ (মুসনাদে আহমাদ, হাদিস-২২১১৯; সুনানে আবু দাউদ, হাদিস-১৫২৪)
হাদিসের শিক্ষা দিবালোকের মতো স্পষ্ট। আল্লাহ তায়ালার জিকির ও তাঁর ইবাদতের ন্যায় শোকর ও কৃতজ্ঞতা আদায়ও ইসলামে একটি পরম কাক্সিক্ষত বিষয়। আল্লাহ বিশ্বাসী একজন মুমিন হৃদয় থেকে এ কথা উপলব্ধি করে যে, একজন প্রাসাদের মালিক আল্লাহর ইচ্ছায় মুহূর্তেই পথের ফকির হয়ে যায়। আর একজন নিঃস্ব সহায় সম্বলহীন হয়ে যায় কাঁড়ি কাঁড়ি টাকার মালিক। তাই একজন মুমিন কখনো ভেঙে পড়ে না। ‘আল্লাহর ইচ্ছায় সবকিছু হয়’ এই কথা মনে-প্রাণে বিশ্বাস করে সে বলে উঠেÑ ‘আলহামদুলিল্লাহ’।
হজরত ইসা আ:কে আল্লাহতায়ালা বলেছিলেন, ‘তোমার পরে এক উম্মত আসবে যারা পছন্দের কিছু পেলে শোকর আদায় করবে। আর অপছন্দনীয় কিছু পেলে সওয়াবের আশায় সবর করবে।’ (মুসনাদে আহমাদ- ২৭৫৪৫; মুসতাদরাকে হাকেম- ১২৮৯; শুআবুল ঈমান, বায়হাকি- ৪১৬৫; মাজমাউজ জাওয়ায়েদ- ১৬৭০৪)। উম্মতে মুহাম্মদীর এই চরিত্র এভাবেই আল্লাহ তায়ালা হজরত ঈসা আ:-এর কাছে প্রকাশ করেন। হজরত আবু ইয়াহইয়া সুহাইব ইবনে সিনান রা: থেকে বর্ণিতÑ রাসূলুল্লাহ সা: বলেন, ‘মুমিনের বিষয়টি বড় আশ্চর্যের! প্রতিটি অবস্থায়ই তার জন্য কল্যাণ বয়ে আনে। এটা কেবলই মুমিনের বৈশিষ্ট্য। কোনো আনন্দকর পরিস্থিতিতে সে যখন শোকর আদায় করে তখন সেটা তার জন্য কল্যাণ বয়ে আনে। পক্ষান্তরে যখন সে কোনো অস্বস্তিকর পরিস্থিতির শিকার হয়ে সবর করে তখন সেটাও তার জন্য সওয়াব বয়ে আনে।’ (সহিহ মুসলিম-২৯৯৯)
শোকর আদায় যে শুধু একটি কাক্সিক্ষত বিষয় এমন নয়। শোকর আদায় না করলে কুরআন মজিদে শাস্তির ধমক এসেছে। ইরশাদ হয়েছে, ‘যদি তোমরা (নিয়ামত পেয়ে) শোকর আদায় করো তাহলে আমি অবশ্যই অবশ্যই নিয়ামত বাড়িয়ে দেবো। আর যদি অকৃতজ্ঞ হও তাহলে জেনে রেখো, আমার শাস্তি বড় কঠিন।’ (সূরা ইবরাহিম-৭) জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষ কত নিয়ামত উপভোগ করে থাকে তা গুনে শেষ করা অসম্ভব। ইরশাদ হয়েছে, ‘যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করতে থাকো তাহলে তা গণনা করে কখনো শেষ করতে পারবে না।’ (সূরা ইবরাহিম-৩৪) এই যে সুস্থতা কত বড় নিয়ামত। একটু অসুস্থ হলেই তার মূল্য বুঝে আসে। সুরুচির সাথে তৃপ্তিসহকারে খেতে পারা কত বড় নিয়ামত তা একজন অরুচিতে ভোগা খেতে না পারা লোককে জিজ্ঞেস করে দেখুন। এই যে আপনি আরামে সারারাত দিব্যি ঘুমে কাটিয়ে দিলেন তা যে কতটা আনন্দের তা একজন অনিদ্রায় ভোগা অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞেস করুন। দেখুনÑ ঘুমাতে না পারা কতটা কষ্টের। তাই তো আমাদের গর্বের ধন পবিত্র সুন্নাহর পরতে পরতে রয়েছে শোকরের অমলিন শিক্ষা।
রাতভর আপনি তৃপ্তিসহকারে ঘুমালেন। ঘুম থেকে জেগে আপনি আপনার মালিক আল্লাহতায়ালার শোকর আদায় করুন। পড়–ন, আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সব প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে মৃত্যুতুল্য ঘুম থেকে জাগিয়ে আবার জীবন দান করেছেন এবং তাঁর দিকেই পুনরুত্থান।’ (সহিহ বুখারি-৩১১২)
আপনি সুস্বাদু খাবার খেলেন। তৃপ্তিসহকারে, পেটপুরে। আপনি রিজিকদাতা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করুন। পড়–ন, আলহামদুলিল্লাহিল্লাজি আতআমানা ওয়া সাকানা ওয়াজাআলানা মিনাল মুসলিমিন। প্রশংসার মালিক কেবল তিনি, যিনি আমাদের খাবার খাইয়েছেন, পান করিয়েছেন এবং মুসলমানদের অন্তর্ভুক্ত করেছেন।’ (জামে তিরমিজি-৩৪৫৭; সুনানে আবু দাউদ-৩৮৫০) এভাবে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে শোকরের পবিত্র এ চেতনা জাগরুক রাখার আয়োজন সত্যিই অতুলনীয়। শোকরের নির্মল আলোয় স্নাত একজন মুমিনের জীবন। শোকর আদায় করা একজন মুমিনের অনন্য বৈশিষ্ট্য। একটি গল্প দিয়েই লেখাটির ইতি টানছিÑ অনেক অনেক দিন আগের কথা। বনি ইসরাইলের তিন ব্যক্তির জীবন ছিল অনেক কষ্টের। একজন কুষ্ঠ রোগী, একজনের মাথায় টাক এবং আরেকজন অন্ধ। আল্লাহ তাদেরকে পরীক্ষা করার মানসে তাদের কাছে একজন ফেরেশতা পাঠালেন।
কুষ্ঠরোগী ও ফেরেশতাÑ
ফেরেশতা : তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কী?
কুষ্ঠরোগী : সুন্দর ত্বক এবং সুদর্শন শরীর কাঠামো। মানুষ আমায় বড় ঘৃণার চোখে দেখে। আমি এ অসহ্য জীবন থেকে মুক্তি চাই। ফেরেশতা তার গায়ে হাত বুলিয়ে দেন। এতে তার সব অস্বস্তি দূর হয়ে যায়। তার শরীর হয়ে যায় সুন্দর এবং দৃষ্টিনন্দন। এরপর ফেরেশতা তাকে তার পছন্দসই একটি গর্ভবতী উটনী দিয়ে বরকতের দোয়া করে দেন। এরপর ফেরেশতা টাকবিশিষ্ট লোকটির কাছে গেলে সে তার কষ্টের কথা তুলে ধরে। ‘আমার মাথায় টাক। চুল নেই। লোকেরা বড় ঘৃণাভরে আমার দিকে তাকায়। বড় কষ্টে আছি ভাই।’ ফেরেশতা লোকটির মাথায় হাত বুলিয়ে দেন। এতে তার মাথায় চুল গজায়। এরপর ফেরেশতা লোকটির চাহিদামতো একটি গাভী দিয়ে বরকতের দোয়া করে চলে যান অন্ধ লোকটির কাছে।
: তোমার কী চাহিদা বলো?
: ‘আমার চোখ নেই। সুন্দর এই পৃথিবীর কিছুই দেখতে পাই না। হায়! আল্লাহ যদি আমার চোখের জ্যোতি দান করতেন। তাহলে আমি প্রাণভরে আল্লাহর সৃষ্টি অবলোকন করতাম।’
ফেরেশতা লোকটির চোখে হাত বুলিয়ে দেন। লোকটি চোখের জ্যোতি পেয়ে যায়। অতঃপর ফেরেশতা তাকে তার পছন্দসই একটি গর্ভবতী বকরি দিয়ে বরকতের দোয়া করে চলে যান। তাদের তিন জনের জীবনেই প্রভূত উন্নতি সাধিত হয়। তারা তিনজনেই ধনকুবেরে পরিণত হন।
বেশ কয়েক বছর পরের কথা। ফেরেশতা একজন মুসাফিরের বেশে প্রথমে ওই কুষ্ঠ রোগীর কাছে গিয়ে বলেনÑ দেখুন, আমি একজন মুসাফির। সফর করতে করতে আমি সহায় সম্বলহীন হয়ে পড়েছি। আমায় কিছু পাথেয় দিয়ে সহায়তা করুন। লোকটি বলল, ‘যান তো এখান থেকে। যত্তসব ফকিরের দল…।’ দিন না কিছু…। শুনেছি আপনি নিঃস্ব ছিলেন। আপনার কোনো সহায় সম্পত্তি ছিল না। আল্লাহ আপনাকে দয়া করে ধনী বানিয়েছেন… মুসাফির বললেন।
লোকটি রেগে গিয়ে বলল, ‘কী! এত বড় স্পর্ধা! যত বড় মুখ নয় তত বড় কথা…। আমি আগে থেকেই ধনী ছিলাম। বাপ-দাদার কাছ থেকেই এ সম্পত্তি পেয়েছি।’ মুসাফির তখন বলেন, যদি আপনি মিথ্যা বলে থাকেন তাহলে আল্লাহ যেন আপনাকে আগের অবস্থায় ফিরিয়ে দেন।
এরপর ফেরেশতা টাকবিশিষ্ট লোকটির কাছে এসে আগের লোকটির মতো আচরণ করেন। লোকটিও কুষ্ঠ রোগীর মতো আচরণ করে। এতে ফেরেশতা তার জন্যও বদদোয়া করে অন্ধ লোকটির কাছে চলে আসেন। অন্ধ লোকটি আল্লাহর শোকর আদায় করে বলে, আপনার যা ইচ্ছা আপনি নিয়ে যান। আমি অন্ধ ছিলাম। আল্লাহ দয়া করে আমায় চোখে আলো দিয়েছেন।
ফেরেশতা লোকটির ওপর খুশি হয়ে দোয়া করেন এবং বলেন, আমি সম্পদ নিতে আসিনি। তোমার সম্পদ তোমার কাছেই রেখে দাও। আমি তোমাদেরকে পরীক্ষা করতে এসেছিলাম। আল্লাহ তোমার শোকর ও কৃতজ্ঞতা আদায়ের মানসিকতায় তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন। আর তোমার অপর দুই সাথীর অকৃতজ্ঞতা ও নিমকহারামি দেখে তাদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন।’ (সহিহ বুখারি-৩৪৬৪) তাই আসুন আমরা শোকর আদায়ের মানসিকতা তৈরি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। আলোকিত সুখময় জীবন গড়ে তুলি। লেখক: খতিব, আউচপাড়া জামে মসজিদ টঙ্গী, গাজীপুর




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com