নানা জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অভিভাবক নির্বাচিত হলো তিন ভাগ্যবান। উৎসব আর ব্যাপক সংঘর্ষের মধ্যদিয়ে গত (২০ সেপ্টেম্বর) সম্পন্ন হলো মহেশখালীর তিন ইউপি নির্বাচন। ইউনিয়ন পর্যায়ে দু’জন নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হলেও এক ইউনিয়নে নৌকা গেল তলদেশে, জোড়া পাতা ভেসে উঠে নির্বাচিত হল প্রবীণ মুরব্বী। সকাল ৮টা থেকে শুরু বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ। উপজেলার ইউনিয়নগুলিতে সকাল থেকে দুপুর পর্যন্ত উৎসবমূখর পরিবেশে ভোটারদের কোলাহলপূর্ণ উপ¯ি’তি দেখা গেলেও দুপুর বেলা হঠাৎ বৃষ্টি উপেক্ষা করেই কেন্দ্রে আসতে দেখা গিয়েছে নারী-পুরুষ ভোটারদের। নির্বাচনী সহিংসতা রুখতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি, তিনটি র?্যাবের স্ট্রাইকিং ফোর্স, ৩০০ পুলিশ সদস্য, ৬০০ আনসার ভিডিপি’র সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীরা নিরলসভাবে দায়িত্ব পালনে নিয়োজিত ছিলো। এ ছাড়াও দায়িত্বে ছিলেন একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া রাত ৭ টার সময় মাতারবাড়ীতে নির্বাচনী ফলাফল কে কেন্দ্র করে কয়েক হাজার নারী-পুরুষ রাস্তায় নেমে লাঠি মিছিল করে সড়ক অবরোদ্ধ রাখে টেলিফোন প্রতীকের স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান এনামুল হক চৌধুরী রুহুলের সমর্থকরা। এসময় হাজার হাজার জনতার একটা দাবি ছিল কয়েকটি কেন্দ্রের ভোটার ফলাফল দিতে গড়িমসি করেছে সংশ্লিষ্টরা! যার দরূণ অনাকাঙ্ক্ষিত ঘটনার রূপ নেন। গত (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত সৌয়া ১ টার দিকে মহেশখালী উপজেলা পরিষদ কন্ট্রোল রুম থেকে বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী কুতুবজোম ইউনিয়নে আ’লীগের দলীয় মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এডভোকেট শেখ কামাল ৭৮৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন চশমা প্রতীকে পেয়েছেন ৬০৭৭ ভোট। মাতারবাড়ী ইউনিয়নে আ’লীগের মনোনীত প্রার্থী এসএম আবু হায়দার নৌকা প্রতীক ৬০৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী বিদ্রোহী প্রার্থী এনামুল হক রুহুল টেলিফোন প্রতীকে পেয়েছেন ৫৭৮৯ ভোট। হোয়ানক ইউনিয়নে আ.লীগ সমর্থিত প্রার্থী মোস্তফা কামালের নৌকা ডুবিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মীর কাসেম জোড়া পাতা প্রতীকে প্রাণ ফিরে ৬০৩৩ ভোট পেয়েছে। বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হলেও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ওয়াজেদ আলী মুরাদ মোটর সাইকেল প্রতীক ৫৮৯৯ ভোট পাওয়ায় সংশ্লিষ্টরা তাকে নির্বাচিত ঘোষণা করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেণির পেশার লোকজনের অভিনন্দন আর অভিনন্দন দেখা যায়। যার দরূণ সচেতনমহলের মাঝে মিশ্রপ্রতিক্রিয়া সৃষ্টি হয়। তাঁদের একটাই প্রশ্ন হোয়ানক ইউনিয়নের চেয়ারম্যান কে? মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হাই বলেন, মহেশখালীতে একটি শান্তিপূর্ণ নির্বাচন উপরহার দিতে সর্বো”চ চেষ্টা ছিল। সেভাবে সম্পন্ন হয়েছে।