শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম ::

পিরোজপুরে যুবলীগের বর্ধিত সভায় হামলায় আহত ৪

পিরোজপুর প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

পিরোজপুরে জেলা যুবলীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসার সময় এক পক্ষের হামলায় আহত হয়েছে অপর পক্ষের ৪ জন। বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুর সভাপত্ত্বিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহমেদ। বর্ধিতসভায় কেন্দ্রীয় নেতারা তাদের বক্তব্যে বলেন,টেন্ডারবাজীর সাথে যারা জড়িত, যারা বিগত দিনে নৌকার বিরোধীতা করেছে তাদেরকে আগামীতে যুবলীগের কোন নেতৃত্বে রাখা হবেনা। ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের দিয়েই আগামী যুবলীগের নেতৃত্ব গড়া হবে। আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে পিরোজপুর জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে বলে বর্ধিত সভায় ঘোষণা দেন নেতৃবৃন্দ। এদিকে বর্ধিতসভাকে ঘিরে কয়েকটি অপ্রিতিকর ঘটনার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে একপক্ষ তাদের ব্যানার ফ্যাস্টুন ভেঙ্গে ফেলার অভিযোগ করেছে। বৃহস্পতিবার সকালে বর্ধিত সভায় আসার পথে সদর উপজেলার কদমতলা ইউনিয়নে এক পক্ষের হামলায় অপর পক্ষের ৪ জন আহত হবার অভিযোগ পাওয়া গেছে। এসময় দুইটি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে। জেলা যুবলীগের সাধারন সম্পাদক জিয়াউল আহসান গাজী সঞ্চালনায় বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য মো: জসিম মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক কাজী মো: মাজাহারুল ইসলাম,যুগ্ন সাধারন সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, গোলাম ফেরদৌস ইব্রাহিম, কামরুজ্জামন খান শামীম, নাসির উদ্দিন পিয়াস প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com