কক্সবাজারের চকরিয়া পৌর এলাকায় থানা সেন্টারের ফুলতলা সড়কে জনসাধারণের যাতাকয়াতের রাস্তাটি এখন ইউনিয়ন ভুমি অফিসের সীমানা কাটা তারের বেড়ার ভেতরে ঢুকে পড়েছে। প্রতিনিয়ত এই সংকীর্ণ রাস্তাকে ঘিরে পথচারি ও সর্বসাধারণের মাঝে বাড়ছে দূর্ভোগ। ঘটে চলেছে কোন না কোন দূূর্ঘটনা। বর্তমানে গাড়ি চলাচলের রাস্তার ওপর দিয়েই পথচারিদের যাতায়াত করতে হয়। সরেজমিনে ও স্থানীয় সুত্রে জানা গেছে, জলাবদ্ধতা নিরসন ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ জনসাধারণের হাঁটাচলার পথ নিরাপদ ও নির্বিঘœ করতে চকরিয়া-ফুলতলা তরছ ঘাট তথা সপ্নপুরী ফুলতলা সড়কের থানার উত্তর পাশে মসজিদ এলাকা পর্যন্ত কাজ সম্পন্ন করে চকরিয়া পৌরসভা। ইউনিয়ন ভূমি অফিসের সীমানার ভেতরে ওই ড্রেনের কাজ সম্পন্ন হয়েছে বছর খানেক আগে। সেই থেকে চলাচলের রাস্তাসহ ড্রেনটি চকরিয়া চিরিংগা ইউনিয়ন ভূমি অফিসের দখলেই রয়েছে বলে সূত্র জানায়। ড্রেনের কাজ চলাকালীন সময়ে রাস্তা বড় করে রাস্তার একপাশে পানি চলাচল ও জনসাধারন হাঁটা চলা করার জন্র পৌর কর্তৃপক্ষ এই পরিকল্পনা হাতে নিয়ছিলো। রাস্তার পরিমাপ অনুযায়ী ইউনিয়ন ভূমি অফিসের সীমানার ভেতরে পড়েছে ড্রেনটি। ভূমি অফিসের সীমানার মধ্যে ড্রেনটি করতে দেয়া হলেও এখনও পর্যন্ত ভূমি অফিসের সীমানার কাটা তারের বেড়া উন্মুক্ত করে দেয়া হয়নি। যার কারণে মানুষ নিরাপদ ও নির্বিঘেœ চলাচল করতে বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছে। রাস্তায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় পথচারি ও সর্বসাধারণকে। চিরিংগা ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার সলিম উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন ইউনিয়ন ভূমি অফিসের অধিনে এক একর ২৫শতক জমি রয়েছে। সেই জমির কিছু অংশ রাস্তায়ও পড়েছে। এ জন্যই মুলত যায়গাটি রক্ষণাবেক্ষণের নিমিত্তে ঘিরে ফেলা হয়।