আশুলিয়ার শিমুলিয়া ইউপি’র একটি অঞ্চলের সাত’শ ফিটের রাস্তা দীর্ঘীদন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান তা সংস্কার করে দেওয়ায় এলাকাবাসি স্বস্তি প্রকাশ করেছে। শনিবার সকালে আশুলিয়ার শিমুলিয়া ইউপির ৫নং ওয়ার্ড আওতাধীন গণকপাড়া গেলে এলাকাবাসি এ স্বস্তির কথা প্রকাশ করেন। সেই সাথে শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম আজাহারুল ইসলাম সুরুজকে ধন্যবাদ জানান। এলাকাবাসি জানান, দীর্ঘদিন ধরে গণকপাড়া এলাকার তফিজ উদ্দিনের বাড়ী থেকে নব্বেছ আলী দেওয়ানের বাড়ি পর্যন্ত সাত’শ ফিটের এ রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে ছিল। বিষয়টি এলাকাবাসি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানালে ১% থেকে এ রাস্তাটির জরুরীভাবে সংস্কারের নির্দেশ দেন। পরে আজ রাস্তাটি সংস্কার কাজ চলছে। শিমুলিয়া ইউপি’র ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা আজাহারুল ইসলাম এবং ব্যবসায়ী আলমগীর হোসেন সহ অনেকেই জানান, রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। চলাচলে এলাকাবাসির নানা দূর্ভোগ পোহাতে হত। কিন্তু স্থানীয় ইউপি চেয়ারম্যান এবিএম আজাহারুল ইসলাম সুরুজ এই রাস্তাটি সংস্কার করে করে দিচ্ছেন। ইট সলিং করে নির্মাণ করার ফলে এলাকার মানুষজন স্বস্তিতে চলাচল করতে পারবে। তারা জানান, শুধু এ রাস্তাই না এ এলাকার আরো অনেক ছোট-বড় রাস্তা তিনি করে দিয়েছেন। আমরা এলাকাবাসি স্থানীয় চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই। সেই সাথে সপুনরায় চেয়ারম্যান হিসেবে তাকেই দেখতে চাই। রাস্তাটির ঠিকাদার মোঃ আলাউদ্দিন মোল্লা জানান, ১% প্রকল্পের আওতায় এ রাস্তাটি সংস্কার করা হচ্ছে। রাস্তাটির দৈর্ঘ্য সাত’শ ফিট এবং প্রস্থে ৭ফিট করে সংস্কার করা হচ্ছে। দুই এক দিনের মধ্যে এ রাস্তার কাজ শেষ হবে বলেও জানান তিনি।