শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম ::

নবাবগঞ্জ ইছামতীতে নৌকাবাইচ,আনন্দে ভাসল দুই পাড়ের মানুষ

কামাল হোসেন দোহার-নবাবগঞ্জ (ঢাকা) :
  • আপডেট সময় শনিবার, ২ অক্টোবর, ২০২১

মুজিবশতবর্ষ উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের দেওতলায় ইছামতি নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দেওতলা নবারুণ সংঘের উদ্যোগে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। নৌকা বাইচে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি। তিনি নদীতে স্পিডবোটে কিছু সময়ের জন্য নৌকা বাইচ দেখেন। এ সময় তিনি নদীর দু’পাশে থাকা এলাকাবাসীক হাত নেড়ে অভিবাদন জানান। নৌকা বাইচ উপলক্ষে ইছামতি নদীর দুই পাড়ে শিশু-নারী-পুরুষসহ উপস্থিত ছিল হাজার হাজার মানুষ। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেন, ‘এই করোনাকালেও দোহার নবাবগঞ্জের উন্নয়ন হয়েছে। কথা দিয়েছি দোহার ও নবাবগঞ্জ উপজেলাকে মডেল উপজেলায় রুপান্তর করবো। উন্নয়নে যা যা, কথা দিয়েছি বাস্তবায়ন করব। আমরা মহামারী কাটিয়েছি। এই মহামারী কাটিেেয় আবার অর্থনীতির চাকা সচল হচ্ছে। প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে করোনাকালেও দেশের উন্নয়ন অব্যাহত ছিল। আমাদের দোহার নবাবগঞ্জেও উন্নয়ন হয়েছে। ‘বাইচ উপলক্ষে এলাকাজুড়ে উৎসবের আমেজ ছিল। ইছামতি দুপাড় সাজানো হয়েছিল বর্ণিল সাজে। বাংলাদেশ ও পাকিস্তান জন্মের আগ থেকেই এ অঞ্চলে বাংলা সনের ভাদ্র মাসে মাসব্যাপী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়ে আসছে। তবে করোনার কারণে দু’বছর পর এবার বাংলা সনের আশ্বিন মাসে এ আয়োজন করা হয়। এখন নদীতে পানি না থাকার কারণে মাসব্যাপী আর নৌকা বাইচ হয় না। তারপরও ইছামতি নদীর কমপক্ষে ৮/১০ পয়েন্টে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। এবারের সবচেয়ে বড় নৌকা বাইচের আয়োজন ছিল এটি। বিশেষ অতিথি ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন ও নবাবগঞ্জ নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু। ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক স¤পাদক পনিরুজ্জামান তরুন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মিজানুর রহমান ভুইয়া কিসমত, যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. মো. সাফিল উদ্দিন মিয়া, ইঞ্জি. আরিফুর রহমান শিকদার, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, জেলা পরিষদ সদস্য এসএম সাইফুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম মোস্তফা শিমু, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান, পত্তনদার ফারুক, তাঁতি লীগ নেতা হাবিব বেপারি, যুবলীগ নেতা খোকন মোল্লা প্রমুখ। নৌকাবাইচ ঐতিহ্য রক্ষা কমিটির সাংগঠনিক সম্পাদক রাশিম মোল্লা বলেন, নবাবগঞ্জে কয়েক শত বছরের ঐতিহ্য নৌকা বাইচ। কিন্তু বিগত বেশ কিছু বছর ধরে নদীতে পানি না থাকায় ঐতিহ্য কিছুটা ভাটা পড়েছে। পানি না থাকার কারণে শুধু এ ঐতিহ্যই ভাটা পড়েনি। নদী নির্ভর জেলে সম্প্রদায়কে জীবিকা নির্বাহ করতে কষ্ট সাধ্য হয়ে উঠেছে। আর এ সমস্যার সমাধানে প্রয়োজন পদ্মা নদীর সাথে মতি নদীর সংযোগ করে সোনাবাজু বেরি বাদে সুইচগেট নির্মাণ। বাইচ শেষ দেওতলা নবারুণ সংঘ ও নৌকা বাইচ প্রতিযোগিতার সভাপতি মো. মাসুদ মোল্লার সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তৃতায় নেতাকর্মীরা নদীর আগের যৌবন ফিরিয়ে আনার জন্য ড্রেজিং এবং ইছামতি-পদ্মা নদীর সংযোগস্থলে সুইচগেট নির্মাণের দাবি জানান। বাইচ শেষে প্রতিযোগিদের মাঝে প্রথম পুরস্কার মোটরসাইকেল দ্বিতীয় ও তৃতীয় হিসেবে ফ্রিজসহ আরও সান্ত¡না পুরস্কার প্রদান করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com