রংপুরের গঙ্গাচড়া উপজেলার ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তার মদদে ও বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় অবৈধভাবে প্রতিদিন শ্যালোমেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। প্রতিদিন গঙ্গাচড়া মডেল থানার সামন দিয়ে বালু ভর্তি মাহেন্দ্র চলাচল করলেও পুলিশ না দেখার ভান করে চলছে। জানা গেছে, উপজেলার বড়বিল, বেতগাড়ী, কোলকোন্দ, আলমবিদিতর, নোহালী, গঙ্গাচড়া, গজঘন্টা মর্ণেয়া ও লক্ষ্মীটারী ইউনিয়নের ১৫টি পয়েন্টে দিন রাত শ্যালোমেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। ভোর থেকে শুরু করে রাত ১০ টা পর্যন্ত মাহেন্দ্র যোগে বালু বিক্রি হচ্ছে। স্থানীয় প্রশাসন মাঝে মধ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাহেন্দ্র ও চালকদেরকে আটক করে জেল জরিমানা করলেও থামছে না বালু উত্তোলন। তিস্তা, ঘাঘট, পুকুর ও কৃষি জমি থেকে বালু উত্তোলনের ফলে কৃষি জমি কমে যাচ্ছে। সৃষ্টি হয়েছে তিস্তা ও ঘাঘট নদীর ভাঙন। কাঁচা-পাকা সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই কাঁচা রাস্তাগুলো চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে।